কেন বিসিবি ছাড়তে চান ফাহিম?

প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

খুব বেশি দিন হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। অথচ মাত্র ৫ মাসেই বিরক্ত হয়ে গেছেন এই পরিচালক। বিসিবির সভাপতি ফারুক আহমেদ স্বনামধন্য এই কোচের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন বলে খবর চাউর হয়েছে। যে কারণে তিনি দায়িত্ব থেকে সরে যেতে চাচ্ছেন। যমনু টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে সভাপতির খারাপ ব্যবহারের বিষয়টি উঠে এসেছে।

বিপিএলে ঢাকা পর্ব চলাকালে ক্রীড়া মন্ত্রণালয়ের কর্তাদের সামনেই নাজমুল আবেদীন ফাহিমকে অপদস্থ করেন ফারুক আহমেদ। কোনও একটি বিষয়ে ফাহিমকে বিসিবি প্রেসিডেন্ট বলেছিলেন, ‘ইউ এক্টিং লাইক ফানি? বিসিবি প্রেসিডেন্ট হতে চান? আসেন বানায় দেই।’ এভাবে অপদস্থের বিষয়টি মেনে নিতে পারছেন না ক্রিকেট কোচ ফাহিম।

যমুনা টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ফাহিম বলেছেন, ‘বিসিবি সভাপতির সেই মন্তব্য আমি পুনরায় বলতে চাই না। তবে সেটি আমাকে খুবই আশাহত করেছে। আমি জানিনা কেন তিনি এতগুলো মানুষের সামনে এমন মন্তব্য করলেন। পরিচালকদের যে জায়গা দেয়া দরকার, সেটি কতটা বিসিবি প্রেসিডেন্ট দিতে চান, তা স্পষ্ট নয়। আমার কথা কিছুটা ভিন্ন হতে পারতো। কারণ, আমরা দুজনই নতুন এসেছি। সেখানে আমাদের মধ্যে একসাথে কাজ করার যে ব্যাপারটা, সেখানে এ ধরনের মন্তব্য সমীচীন নয়।’

গত আগস্টে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর বোর্ডে আসেন নাজমুল আবেদীন ফাহিম। একই সময়ে বোর্ডে আছেন ফারুক আহমেদ। দুইজনই ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে বোর্ডে এসেছেন। গত কয়েক মাস ধরে এই দুই জনকেই সবচেয়ে বেশি সরব দেখা গেছে। অথচ এর মধ্যেই নিজেদের সম্পর্কের মধ্যে ফাটল ধরেছে। ফারুকের বিরুদ্ধে অভিযোগ- তিনি বোর্ড পরিচালকদের স্বাধীনভাবে কাজ না করতে দেওয়ার পাশাপাশি তাদের মতামত উপেক্ষা করেন।

ফাহিম যমুন টেলিভিশনকে জানিয়েছেন, এভাবে চলতে থাকলে তিনি দায়িত্ব থেকে ইস্তফা দেবেন, ‘আমার অনেক সময় মনে হয় বোর্ডের বাইরে থাকতে পারলেই মনে হয় ভালো হবে। কারণ, আমি বোর্ডের বাইরে থেকে যে ভূমিকা রাখতে পারি বা যে আলাপ-আলোচনা করতে পারি, সেটি এখানে থেকে করা সম্ভব নয়। যদি বোর্ডে থাকি তাহলে আমাকে কাজ করতে দিতে হবে। কাজ না করতে পারলে তার চেয়ে বাইরে থাকাই ভালো।’