গুয়ার্দিওলার চোখে, এখনও চেনা রূপে ফেরেনি ম্যানচেস্টার সিটি

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫

গত সেপ্টেম্বরের পর প্রথমবার ম্যাচে জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড এবং দলের তিনটি গোলে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন সাভিনিয়ো, দলও পেয়েছে বড় ব্যবধানের জয়- তবে এসবে খুব বেশি উচ্ছ্বাসের কিছু দেখছেন না ম্যানচেস্টার সিটি কোচ পেপ গুয়ার্দিওলা।

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৪-১ গোলে হারায় সিটি। অক্টোবরের পর এই প্রথম টানা দুটি জয় পেল দলটি; এতে জেঁকে বসা ব্যর্থতা ঝেড়ে ফেলেছে সিটি, এমনটা অবশ্য ভাবছেন না গুয়ার্দিওলা।

“না (স্বরূপে ফেরেনি দল), আপনারা কেবল ফল বিবেচনায় নিচ্ছেন। অনেক বছর ধরে আমরা নিজেদের মান দেখেছি, আমরা এখনও সেই পর্যায়ে নেই।”

“আমাকে ভুল বুঝবেন না। (এই জয়ে) আমি খুব খুশি। এফএ কাপের (আগামী শনিবার ঘরের মাঠে স্যালফোর্ড সিটির বিপক্ষে) ম্যাচের আগ পর্যন্ত আমি ভালোভাবে ঘুমাতে পারব। তবে আপনারা অনেক বছর ধরে ম্যাচ দেখছেন, আমরা আমাদের মানে পৌঁছায়নি। আজকের থেকে এভারটনের বিপক্ষে আমরা অনেক ভালো খেলেছিলাম। তারপরও ড্র করেছিলাম, অনেক বড় সমস্যা, বিপর্যয়।”

পরক্ষণে আবারও ওয়েস্ট হ্যাম ম্যাচের ফল নিয়ে স্বস্বির কথা বলেন গুয়ার্দিওলা; কিন্তু অতি উচ্ছ্বাসের এখনই কিছু দেখেন না তিনি।

“অবশ্যই কিছু ইতিবাচক দিক আছে। কিন্তু যদি আমাকে জিজ্ঞাসা করেন, দল পেছনের বছরগুলোর মতো খেলছে কিনা, অবশ্যই না।”

লিগে সবশেষ ১১ ম্যাচে সিটির এটি কেবল তৃতীয় জয়।

২০ ম্যাচে ১০ জয় ও ৪ ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে প্রিমিয়ার লিগের গত চারবারের চ্যাম্পিয়না। তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে পাঁচে নিউক্যাসল ইউনাইটেড।

শিরোপা ধরে রাখার দৌড়ে অবশ্য অনেক পিছিয়ে পড়েছে তারা। ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।