রেওয়ামিল অধ্যায়ের ১১টি বহুনির্বাচনি প্রশ্নোত্তর, ২য় পর্ব, এসএসসি হিসাববিজ্ঞান প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৫ নবম অধ্যায় : রেওয়ামিল বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর ২০। রেওয়ামিলের ছকে কোনটি থাকে না? ক) ক্রমিক নম্বর খ) তারিখ গ) হিসাব শিরোনাম ঘ) ক্রেডিট টাকা ২১। অগ্রিম খরচ রেওয়ামিলের কোন পাশে বসে? ক) ডেবিট খ) ক্রেডিট গ) উভয় পাশে ঘ) কোনো পাশেই নয় ২২। নিচের কোনটি রেওয়ামিলের ক্রেডিট কলামে বসে? ক) ব্যাংক জমা খ) বেতন গ) বিনিয়োগ ঘ) ব্যাংক জমাতিরিক্ত ২৩। যেসব ভুল রেওয়ামিলে ধরা পড়ে না সেগুলো প্রধানত কত প্রকার? ক) ২ প্রকার খ) ৩ প্রকার গ) ৪ প্রকার ঘ) ৫ প্রকার ২৪। করণিক ভুল কত প্রকার? ক) ৩ প্রকার খ) ৪ প্রকার গ) ৫ প্রকার ঘ) ৭ প্রকার ২৫। অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার ধাপ কয়টি? ক) ৩টি খ) ৫টি গ) ৭টি ঘ) ৯টি ২৬। হিসাব সংরক্ষণের ভুল-ত্রুটি সহজেই উদঘাটিত হয় কোনটির মাধ্যমে? ক) জাবেদার মাধ্যমে খ) খতিয়ানের মাধ্যমে গ) রেওয়ামিলের মাধ্যমে ঘ) সবগুলোই ২৭। রেওয়ামিল শুদ্ধ করার সময় পার্থক্যকে ভাগ করতে হয়- ক) ২ দিয়ে খ) ৩ দিয়ে গ) ৪ দিয়ে ঘ) ৫ দিয়ে ২৮। অনিশ্চিত হিসাবের আরেক নাম কী? ক) Contra account খ) Inventory account গ) Payable account ঘ) Suspense account ২৯। রেওয়ামিলের ডেবিট কলামের যোগফল সর্বদা ক্রেডিট কলামের যোগফলের- ক) বেশি হবে খ) কম হবে গ) সমান হবে ঘ) অসমান হবে ৩০। রেওয়ামিলের ছকে মোট ঘরের সংখ্যা কয়টি? ক) ৩টি খ) ৪টি গ) ৫টি ঘ) ৬টি উত্তর: ২০. খ, ২১. ক, ২২. ঘ, ২৩. ক, ২৪. খ, ২৫. গ, ২৬. গ, ২৭. ক, ২৮. ঘ, ২৯. গ, ৩০. গ। লেখক : সিনিয়র শিক্ষক শাহীন স্কুল অ্যান্ড কলেজ, মোহাম্মদপুর শাখা, ঢাকা SHARES শিক্ষা বিষয়: অধ্যায়রেওয়ামিল