সুপার কাপ জিতলে বার্সার রেকর্ডে ভাগ বসাবে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত: ১২:৪৩ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫

গত অক্টোবরে ঘরের মাঠে বার্সেলোনার কাছে ৪-০ গোলের হার এখনও তাড়িয়ে বেড়ায় তাদের। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ রবিবার সেই হারের বদলা নেওয়ার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। শুধু কি তাই? আজ জিতলে কাতালানদের রেকর্ড ১৪বার সুপার কাপ জয়ের রেকর্ডে ভাগ বসাবে লস ব্লাঙ্কোস।

বার্সার কাছে সেই হারের পর অবশ্য ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে রিয়াল। লা লিগার শীর্ষে থাকা দলটি টানা ৫ ম্যাচ জয়ের আত্মবিশ্বাস নিয়ে আজ রাত ১টায় সুপার কাপ ডিফেন্ড করতে মাঠে নামবে।  ম্যাচটা হচ্ছে সৌদি আরবের জেদ্দায়। তবে দলটা চিরপ্রতিদ্বন্দ্বী আর এল ক্লাসিকো হওয়ায় কোচ কার্লো আনচেলত্তি ভীষণ সতর্ক, ‘প্রথম ম্যাচ সম্পর্কে আমাদের ভাবা লাগবে। কারণ তারা লা লিগায় আমাদের হারিয়েছে। আর ক্লাসিকো মানে ক্লাসিকো। আর ফাইনাল হওয়ায় সেটা আরও চাপ তৈরি করছে।’

স্প্যানিশ সুপার কাপের সঙ্গে নিজেদের ভাগ্যও জড়িয়ে রিয়ালের। আনচেলত্তির মতে, যখন এই শিরোপা জেতা হয়, তখন পরিসংখ্যানের দিক দিয়ে মৌসুমটা ভালো যায় তাদের, ‘যখন আমরা এই শিরোপা জিততে ব্যর্থ হই, তখন কিন্তু আমাদের সময়টা ভালো যায় না। এটা এমন প্রতিযোগিতা, যা অনেক বেশি প্রেরণা জোগায়।’

অবশ্য পরিসংখ্যানের কথা এলে সুপার কাপে বার্সার বিপক্ষে রিয়ালের রেকর্ড ভীষণ ভালো। মুখোমুখি লড়াইয়ে লস ব্লাঙ্কোসদের জয় ৭বার আর বার্সার জয় মাত্র দুবার। তাছাড়া ২০২০ সালে চার দলের টুর্নামেন্ট হওয়ার পর থেকে বেশি জয়ের রেকর্ড রিয়ালেরই। পাঁচবারের মধ্যে তিনবারই জিতেছে তারা (২০২০, ২০২২ ও ২০২৪)। একবার করে জিতেছে অ্যাথলেতিক বিলবাও (২০২১) ও বার্সেলোনা (২০২৩)।