মিনিটে ৩০ কোটি টাকা আয় নেইমারের প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫ পিএসজি ছেড়ে নেইমার যোগ দেন আল হিলালে। তবে ক্যারিয়ারজুড়ে তার সঙ্গী ছিল চোট। দিনের পর দিন চোটে পড়ে মিস করেছেন অনেক ম্যাচ। আল হিলালের হয়ে ১৮ মাসে খেলেছেন মোটে ৭ ম্যাচ। চোটের কারণে অল্পসংখ্যক ম্যাচ খেললেও চুক্তির পুরো টাকাটাই পকেটে ঢুকেছে তার। আর সেই টাকার পরিমাণ জানলে চোখ কপালে উঠে যেতে পারে যে কারোই। পিএসজি থেকে ২০২৩ সালের গ্রীষ্মে বড় অঙ্কের টাকার চুক্তিতে আল হিলালে যোগ দেন নেইমার। তবে চোটে জর্জরিত হয়ে সবশেষ বছর তথা ২০২৪ সালে আল হিলালের জার্সিতে মাঠে নামা হয়েছে কেবল ২ ম্যাচ। যেই দুই ম্যাচে তিনি খেলেছেন মাত্র ৪২ মিনিট। অথচ, এই বছরটাতে নেইমারকে চুক্তির পুরো টাকাটাই দিতে হয়েছে ক্লাব কর্তৃপক্ষকে। ফ্রান্সের সংবাদমাধ্যম ফুট মেরকাটোর তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নেইমারের খেলা ২ ম্যাচে মাত্র ৪২ মিনিট মাঠে থেকে তিনি আয় করেছেন ১০ কোটি ১০ লাখ ইউরো। সেই অর্থকে মিনিটে রূপান্তর করলে যা দাঁড়ায় প্রায় ২৪ লাখ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ৩০ কোটি টাকার ওপরে। হিসাবটা যদি সেকেন্ডে করা হয়, তাহলে আল হিলালের হয়ে ১ সেকেন্ডের জন্য ৫০ লাখ টাকার বেশি করে পেয়েছেন ব্রাজিলিয়ান তারকা! আল হিলালের সঙ্গে চুক্তি করে কাড়িকাড়ি টাকা আয় করে নিয়েছেন নেইমার। এখনও তিনি ভুগছেন এসিএল চোটে। শোনা যাচ্ছে, নেইমারের সঙ্গে চুক্তি আর নবায়ন করবে না আল হিলাল। আর সেটি হলে মৌসুম শেষেই নতুন ঠিকানায় দেখা যাবে নেইমারকে। তবে একের পর এক চোটে পড়া নেইমারকে কোন ক্লাব কিনবে; সেটাই এখন দেখার বিষয়। SHARES খেলাধুলা বিষয়: নেইমারব্রাজিলিয়ানহিলালে