চলতি বছর বলিউডে পা রাখছেন যেসব তারকা সন্তান প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৫ বলিউডের তারকা-সন্তানদের নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের অন্ত নেই। তাদের ভক্তসংখ্যাও কম নয়। এরই মধ্যে এইসব তারকা সন্তানদের অনেকেই বলিউডে আত্মপ্রকাশ করেছেন। মূলত প্রতি বছরই বলিউডে তারকা পরিবার থেকে নতুন মুখের আগমন ঘটে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা যায়, নতুন বছরের সূচনাতেই বলিপাড়ায় একাধিক তারকা সন্তানের অভিষেক হতে চলেছে। এই তালিকায় বলিউড অভিনেতা সাইফ আলি খানের পুত্র ইব্রাহিম আলি খান থেকে শুরু করে রয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী রবিনা টন্ডনের কন্যা রাশা থাডানি। তালিকায় রয়েছেন আরও অনেকে। সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। তিনি জাহ্নবী ও খুশি কাপুরের চাচাতো বোন। ২০২২ সালে তার প্রথম সিনেমার নাম ঘোষিত হয়। কিন্তু নানা জটিলতার কারণে ‘বেধড়ক’ নামের সিনেমাটি স্থগিত হয়ে যায়। তবে চলতি বছর বিক্রান্ত ম্যাসির বিপরীতে ‘আঁখো কী গুস্তাখিয়াঁ’ সিনেমাতে দেখা যাবে তাকে। ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ সিনেমাতে সহকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন ইব্রাহিম আলী খান। এবার অভিনেতা হিসেবে অভিষেক হচ্ছে সাইফ আলী খানের পুত্রের। করণ জোহরের ‘শারজামিন’ সিনেমাতে দেখা যাবে তাকে। আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হলেও মোহিত সুরি পরিচালিত প্রেমের গল্প দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন অনন্যা পান্ডের চাচাতো ভাই আহান পান্ডে। আগামী শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আজাদ’। এই সিনেমা দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে রাভিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানি এবং অজয় দেবগনের ভাগনে আমান দেবগনের। এই সিনেমাতে অজয় দেবগন নিজেও অভিনয় করেছেন। ব্রিটিশ ভারতের পটভূমিতে তৈরি এই সিনেমাতে এবার মামা-ভাগ্নে জুটিকে দেখা যাবে। SHARES বিনোদন বিষয়: অভিষেকভক্তসংখ্যাও