শাহজালালে ৩১ বোতল বিদেশি মদ উদ্ধার প্রকাশিত: ৬:২৬ অপরাহ্ণ, জানুয়ারি ২২, ২০২৫ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩১ বোতল বিদেশি মদ ও ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশের ডগ স্কোয়াডের দুই প্রশিক্ষিত কুকুর ‘ডাই’ ও ‘মেরিনো’। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এগুলো উদ্ধার করা হয়। এপিবিএন জানায়, কলকাতা থেকে ঢাকাগামী ইন্ডিগো-৬ই১১০৭ ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করলে ৭ নং লাগেজ বেল্টে দুটি বেনামি লাগেজ দেখে বিমানবন্দর কর্মকর্তাদের সন্দেহ হয়। পরবর্তীতে এয়ারলাইন্সের প্রতিনিধিসহ অন্য কর্মকর্তাদের উপস্থিতিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের ডগ স্কোয়াড টিমের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দুই কুকুর তাদের ঘ্রাণশক্তির (ডগ স্নিফিং) সাহায্যে লাগেজ দুটি সন্দেহজনক হিসেবে শনাক্ত করে। সবার উপস্থিতিতে লাগেজ দুইটি থেকে ৩১ বোতল (৩১ লিটার) বিদেশি মদ এবং ৩ কেজি বিদেশি ক্রিম (গোরি ক্রিম) উদ্ধার ও জব্দ করা হয়। লাগেজ দুটির মালিককে শনাক্ত করা না গেলেও কাস্টম কর্মকর্তার নির্দেশে উক্ত মালামাল দাবিবিহীন আটক করা হয়। এ বিষয়ে এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশনস) অনিতা রানী সূত্রধর বলেন, ‘প্রশিক্ষিত ডগ স্কোয়াডের মাধ্যমে আমরা নিয়মিতভাবে মাদক উদ্ধার ও অন্য অপরাধ দমনে কাজ করে আসছি। এয়ারপোর্টের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব সময়ই অঙ্গীকারবদ্ধ।’ SHARES জাতীয় বিষয়: গোরিবিদেশিশাহজালাল