বাংলাদেশকে বিশ্বকাপে ওঠানো শুভ সিনিয়র দলের কোচ হতে চান না! প্রকাশিত: ৮:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫ ওমানে গত বছর বাংলাদেশ জুনিয়র হকি দলকে পঞ্চম করে প্রথমবারের মতো বিশ্বকাপে নেওয়া কোচ মওদুদুর রহমান শুভ। ছোটদের দল থেকে এবার সিনিয়র দলে তার যাওয়ার সুযোগ ছিল। মার্চে জাতীয় সিনিয়র দলের অনুশীলন সামনে রেখে কোচ নিয়োগ দিতে হকি ফেডারেশন ৯ জনকে সাক্ষাৎকারের জন্য ডেকেছে, তাদের মধ্যে শুভ থাকলেও সাড়া দেননি! এপ্রিলে ইন্দোনেশিয়াতে এএইচএফ কাপ টুর্নামেন্ট রয়েছে। আজ সাক্ষাতের দিন ছিল অনূর্ধ্ব-২০ হকি দলকে বিশ্বকাপে ওঠানো কোচ শুভর। তিনি ফেডারেশনের নির্ধারিত সাক্ষাৎকার পর্বে উপস্থিত থাকেননি। আগের দিন মোবাইলে বার্তা দিয়ে নিজের অপারগতা প্রকাশ করেছেন। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল রিয়াজ (অব.) শুভর অনুপস্থিতি নিয়ে বলেছেন, ‘ব্যক্তিগত কারণে তিনি সাক্ষাৎকারে আসেননি।’ জাতীয় দলের সাবেক তারকা খেলোয়াড় শুভ বিকেএসপির হকি কোচ। সাক্ষাৎকারে অংশ না নেওয়া প্রসঙ্গে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি জুনিয়র দল নিয়ে আছি। আপাতত ওটা নিয়েই থাকতে চাই। তাই জাতীয় সিনিয়র দল নিয়ে ভাবছি না। সাক্ষাৎকারে অংশ নেইনি। যদিও জুনিয়রদের ক্যাম্প কবে শুরু হবে, তা ঠিক হয়নি।’ বিকেএসপির পাশাপাশি সিনিয়র দলে ২০১৮ সালে মালয়েশিয়ান কোচ গোপীনাথানের সঙ্গে শুভ সহকারীর দায়িত্বে ছিলেন। এদিকে এবার জাতীয় দল গঠন নিয়ে আগে থেকে সমালোচনা চলছে। দেশের তারকা খেলোয়াড় রাসেল মাহমুদ জিমিকে কুপার টেস্টে ডাকা হয়নি। বয়সের কারণে আগেই বাদ দেওয়া হয়েছে! SHARES খেলাধুলা বিষয়: ব্যক্তিগতশুভর