সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই বাস্তবায়ন, ড্রইং ও ডিজাইনে ত্রুটি

প্রকাশিত: ৪:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৫

রংপুরে বাস্তবায়নাধীন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড্রইং ও ডিজাইনে ত্রুটি ধরা পড়েছে। কোন প্রকার সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এ বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বাস্তবায়নে ধীরগতির কারণে গত ১০ বছরে প্রকল্পের বাস্তব অগ্রগতি দাঁড়িয়েছে মাত্র ৪৭ শতাংশ। এ অবস্থায় প্রকল্পের ১ম সংশোধনীতে ৮০ কোটি ৫৭ হাজার টাকা ব্যয় বৃদ্ধি এবং সেই সঙ্গে প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়ানোর (২০২৭ সালের জুন পর্যন্ত) প্রস্তাব করা হয়েছে। এবারসহ পাঁচ দফা সময় বাড়িয়ে সাড়ে ৩ বছরের প্রকল্পটি বাস্তবায়নে মোট সময় লাগছে ১২ বছর ৬ মাস।

প্রকল্পের সংশোধনী প্রস্তাবে প্রকল্প সংশোধনের কারণ হিসেবে ড্রইং ও ডিজাইন পরিবর্তন, কিছু অঙ্গের ব্যয় ও পরিমাণ বৃদ্ধি এবং কিছু অঙ্গে গণপূর্ত বিভাগের রেট শিডিউল পরিবর্তনের কথা উল্লেখ করা হয়েছে।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা যায়, সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন পদ্ধতি অনুযায়ী, ২৫ কোটি টাকার ঊর্ধ্বে প্রাক্কলিত ব্যয় সম্পন্ন বিনিয়োগ প্রকল্প নেওয়ার আগে আবশ্যিকভাবে সম্ভাব্যতা সমীক্ষা করার কথা রয়েছে। কিন্তু এ প্রকল্পে সেটি করা হয়নি। সম্ভাব্যতা সমীক্ষা ছাড়াই নেওয়া হয়েছে ১৭৮ কোটি টাকার প্রকল্প।

সূত্র জানায়, সংশোধিত প্রস্তাবের বিষয়ে রোববার (২৬ জানুয়ারি) অনুষ্ঠিত প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় অসন্তোষ প্রকাশ করা হয়েছে। প্রকল্পটির নানা অনিয়ম ও ও ত্রুটি-বিচ্যুতির বিষয়ে বৈঠকে প্রশ্ন তোলা হলেও অধিকাংশ ক্ষেত্রে কোনো সদুত্তর পাওয়া যায় নি। এ কারণে প্রকল্পের ১ম সংশোধনী প্রস্তাব অনুমোদনের সুপারিশ করে নি কমিটি। সভায় চলমান প্রকল্পটির বিস্তারিত কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। সেগুলো পেলে নতুন করে আবারও পিইসি সভা অনুষ্ঠিত হবে।

সূত্র জানায়, প্রকল্পের অনুমোদিত ডিপিপিতে প্রধান প্রধান তিনটি অঙ্গের যে ড্রইং বা ডিজাইন ছিল, সেই অনুমোদিত ড্রইং, ডিজাইন পরিবর্তন করে পরিবর্তিত ড্রইং ও ডিজাইন অনুযায়ী প্রকল্প বাস্তবায়ন শুরু করা হয়েছে। পরিবর্তিত ডিজাইনে অনুমোদিত ডিপিপিতে উল্লিখিত ড্রইং ও ডিজাইনের ব্যত্যয় ঘটানো হয়েছে। যা প্রকল্প স্টিয়ারিং কমিটির (পিএসসি) কোন সভায় উত্থাপন করা হয়নি বা এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের কোন অনুমোদন নেওয়া হয়নি। এটি নিয়মের ব্যত্যয়।