চলতি মাসে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬৭ কোটি ৬০ লাখ ডলার

প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২৫

চলতি মাস জানুয়ারির প্রথম ২৫ দিনে দেশে রেমিট্যান্স এসেছে প্রায় ১৬৭ কোটি ৬০ লাখ ডলার। যা দেশীয় মুদ্রায় প্রায় ২০ হাজার ৪৪৭ কোটি টাকা।

রোববার কেন্দ্রীয় ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জানুয়ারি মাসের প্রথম ২৫ দিনে দেশে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে প্রায় ৩৫ কোটি ৪৩ লাখ ৮০ ডলার, বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ১২৪ কোটি ২৬ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় ৪৮ লাখ মার্কিন ডলার।এর আগে সদ্য বিদায়ী ডিসেম্বর মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রায় ২৬৪ কোটি ডলারের রেমিট্যান্স আসে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩২ হাজার কোটি টাকা।