চরম সংকটে ঢালিউড, তুফানের পর থেকেই দর্শক খরা চলছে প্রকাশিত: ১১:১৮ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫ ঢালিউডের কিং খান শাকিব। সিনেমায় তিনি থাকলে প্রযোজকেরা চোখ বন্ধ করে লগ্নি করার সাহস পান। তবে তার সিনেমাগুলোও যখন দর্শক পায় না তখন স্পষ্ট হয়ে ওঠে ঢালিউডে চলছে চরম সংকটের দিনকাল। গেল কোরবানি ঈদে মুক্তি পাওয়া শাকিব অভিনীত ‘তুফান’ সিনেমার পর একটি সিনেমাও আর দর্শক পায়নি প্রেক্ষাগৃহে। গত বছরের ১৭ জুন কোরবানি ঈদের সিনেমা হিসেবে বাংলাদেশের হলগুলোতে মুক্তি পায় ‘তুফান’। রায়হান রাফি পরিচালিত সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা গেছে বাংলাদেশের মাসুমা রহমান নাবিলা ও কলকাতার মিমি চক্রবর্তীকে। সিনেমাটি বেশ ধুমধাম করে টাকা কামিয়েছে দেশ-বিদেশের বাজারে। এরপর ঢালিউডের গল্পটা কেবলই বিষাদের। গেল বছরের ২১ জুন থেকে সর্বশেষ ২৪ জানুয়ারি পর্যন্ত ২০টির মতো সিনেমা মুক্তি পেয়েছে। সেখান থেকে ব্যবসায়িক সাফল্যের দেখা পায়নি একটিও। এ তালিকায় আছে শাকিব খানের ‘দরদ’ ছবিটিও। বিগ বাজেটের প্যান ইন্ডিয়ান মুভির তকমা নিয়েও ছবিটি সিনেমাহলে সাফল্য দেখাতে ব্যর্থ হয়েছে। সর্বশেষ অমিতাভ রেজা চৌধুরী ‘রিকশা গার্ল’ মুক্তি পেয়েছে গেল ২৪ জানুয়ারি। বিশ্বের ৩০টির বেশি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে। এছাড়া ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮ রাজ্যের ৫২টি শহরে চলচ্চিত্রটি দেখানো হয়। অথচ এমন একটি সিনেমা বাংলাদেশের প্রেক্ষাগৃহে দর্শক পাচ্ছে না! অনেক আলোচনার জন্ম দিয়ে পতিত আওয়ামী লীগ সরকারের দুঃশাসনের চিত্র তুলে ধরে ‘৮৪০’ সিনেমাটি মুক্তি পায়। সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা এটি। পরিতাপের বিষয় হলো, বেশ জমকালো আয়োজনে এটি মুক্তি পেলেও ব্যবসায়িকভাবে সফল হওয়ার মতো দর্শক পায়নি বলেই মনে করা হচ্ছে। SHARES বিনোদন বিষয়: প্রযোজকেরাশাকিব