কে এই আলোচিত প্রিয়মুখ আনিকা আইরা

প্রকাশিত: ১২:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৫

বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের বেশ কয়েকজন নবাগত অভিনয়শিল্পী নিজেদেরকে অভিনেতা অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চেষ্টা করে যাচ্ছেন। তাদের অন্যতম একজন আনিকা আইরা। আজকাল দর্শকপ্রিয় ও আলোচিত নাটকগুলোতে দেখা মিলছে নতুন এই লাস্যময়ীর। ভুবন ভুলানো হাসিতে তিনি তারুণ্যের হৃদয়ে দোলা দিয়েছেন। কে এই আনিকা?

এই তরুণ তুর্কীর পারিবারিক নাম আনিকা বিনতে কামাল আইরা। তার পৈতৃক ভিটা বরিশালের ভোলায়। তার বাবার নাম মোস্তফা কামাল, মা খাদিজা আক্তার। তিন বোনের মধ্যে তিনি সবার বড়। ছোট দুই বোন তনিকা ও মনিকা। আনিকার জন্মদিন ৬ জুন।

এই তরুণী জানান, ঢাকার একটি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন। বিষয়- ইংরেজি সাহিত্যে। স্বভাবতই ইংরেজি গল্প ও কবিতার প্রতি খুবই আগ্রহ এবং ভালো লাগা তৈরি হয়েছে। আনিকার ভাষ্য, অভিনয়ের প্রতিও ভীষণ দুর্বলতা ছিল তার। সেই আগ্রহ নিয়েই কয়েকবছর আগে ফটোশুট, মডেলিং দিয়ে শোবিজে পা রাখেন আনিকা আইরা। এরপর অভিনয়ে তার সুযোগ আসে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালিত নাটক দিয়ে। পরের গল্পটা কেবলই এগিয়ে চলার।

রাজের পরিচালনায় ‘মনের সাথী’ নাটকে বেশ সপ্রতিভ আনিকাকে দেখে মুগ্ধ হন দর্শক। তাকে নিয়ে কাজ করে সন্তুষ্ট হন রাজও। তাই তার পরের নাটক ‘লাইক ফাদার লাইক সন’ -এও দেখা যায় আনিকাকে। এ নাটকটিতে তার বিপরীতে ছিলেন তামিম মৃধা।

এরপর আনিকাকে দেখা যায় মারুফ হোসেন সজীবের ‘আমার বউ সব জানে’, ‘আমি এখানেই থাকব’, রুবলে আনুশের ‘দেখা হওয়ার কথা ছিল’, মুহাম্মদ মিফতাহ আনানের ‘আপন যে জন’ নাটকগুলোতে। এরইমধ্যে শেষ করেছেন আরও দুটি নাটকের শুটিং। এর একটি আদনান সৈকতের ‘পরিবার পরিকল্পনা’।