স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের বিক্ষোভ

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

রাজধানীর তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কলেজটির শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ‘তিতুমীর বিশ্ববিদ্যালয় ঐক্যে’র ব্যানারে মহাখালীতে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। এর ফলে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বাধ্য হয়ে সেগুলোকে বিকল্প বিভিন্ন পথে যেতে হচ্ছে। এতে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের।

এর আগে, কলেজটিকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে শিক্ষার্থীরা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন।

এছাড়া, গতকাল বিকেল থেকে কলেজটির মূল ফটকের সামনে একই দাবিতে আমরণ অনশন শুরু করেন একদল সাধারণ শিক্ষার্থী। এ সময় তারা সাত দফা দাবি জানান।