বয়কটের সিদ্ধান্তে অটল সাবিনারা, জুনিয়রদের নিয়ে জিম সেশন

প্রকাশিত: ৪:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

পিটার বাটলারের অধীনে কোনও অনুশীলনে অংশ নিচ্ছেন না সিনিয়র নারী ফুটবলাররা। তার ডাকেও সাড়া দেননি। বাটলারকে বয়কটে নিজেদের সিদ্ধান্তে আজও অটল থাকলেন সাবিনারা। তাই বৃহস্পতিবার ইংলিশ কোচ পিটার বাটলারের অধীনে মাত্র ১২ জন ফুটবলার (অপেক্ষাকৃত জুনিয়র) জিম সেশনে অংশ নিয়েছেন।  সেখানে ছিলেন না সাফজয়ী অধিনায়ক সাবিনা খাতুনসহ সিনিয়র ফুটবলারদের কেউ!

এ নিয়ে পিটার বাটলার জিম সেশন শেষে বাফুফে ভবন ছাড়ার সময় গাড়িতে উঠে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আজ জিম সেশন হয়েছে। ১২ জন খেলোয়াড় এসেছে।  এটা ভালো দিক। সামনে অনুশীলনে কী হবে তা জানি না। আমার কোনও আইডিয়া নেই। আর আমি তো পেশাদার কোচ।  কাজ করতে এসেছি। ওহ কাল তো জুম্মাবার(হেসে হেসে)। মসজিদে যেতে হবে।’

এদিকে জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন আজ বিকালে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে।  তাদের অবস্থান আনুষ্ঠানিক ভাবে সবার কাছে তুলে ধরার কথা রয়েছে।