প্লে-অফেই দেখা হতে পারে রিয়াল-ম্যানসিটির, আর কে কার প্রতিপক্ষ?

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৫

বেশ নাটকীয়তার জন্ম দিয়েই শেষ হলো চ্যাম্পিয়ন্স ট্রফির লিগ পর্বের খেলা। অংশ নেয়া ৩৬ দলের প্রত্যেকেই মাঠে নেমেছিল লিগ পর্বের শেষ ম্যাচডেতে। আর এক রাতেই চ্যাম্পিয়ন্স লিগে দেখা গেল ৬৪ গোল। ১৯৫৫ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতায় এর আগে কখনোই এক দিনে এত বেশি গোলের দেখা পাওয়া যায়নি। রেকর্ড গড়া এই রাতে শেষ ১৬ আর প্লে-অফ নিশ্চিত করেছে সবমিলিয়ে ৭ দল। 

আগেই জানা গিয়েছিল অন্তত ১৭ দল লিগ পর্ব পার করছে। লিভারপুল এবং বার্সেলোনা শীর্ষ দুইয়ে থাকছে তাও নিশ্চিত ছিল আগেই। লিভারপুল অবশ্য গতকাল রাতে হেরে গিয়েছে পিএসভি আইন্দোভেনের কাছে। আর ইতালিয়ান প্রতিপক্ষ আতালান্টার সঙ্গে বার্সা ড্র করেছে ২-২ গোলে।

এতেই নিশ্চিত হয়েছে ফাইনালের আগে বার্সেলোনা এবং লিভারপুলের দেখা হচ্ছে না। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ শুরুর আগে নাটকীয়তা দেখা যাবে প্লে-অফের লড়াইয়েও। যেখানে এরইমাঝে উত্তাপ ছড়াচ্ছে ম্যানচেস্টার সিটি আর রিয়াল মাদ্রিদ। শেষ-১৬’র আগেই দেখা হয়ে যেতে পারে এই দুই দলের।