ভারতের কনকাশন বদলি নিয়ে বিতর্ক প্রকাশিত: ১২:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১, ২০২৫ পুনেতে ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে ভারত জিতলেও তাতে সঙ্গী হয়েছে বিতর্ক। ভারতের ইংনিংসের শেষ বলে রান আউট হন শিবম দুবে। তার আগে ৭৯ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারতকে টেনে তুলতে ভূমিকা রাখেনি তিনি। হার্দিক পান্ডিয়ার সঙ্গে ষষ্ঠ উইকেট জুটিতে ৮৭ রান যোগ করেন। রান আউট হওয়া শিবমের ব্যাট করার সময় একটি বল লাগে হেলমেটে। ৩৪ বলে ৫৩ রানে ফিরলেও ফিল্ডিংয়ের সময় আর মাঠে নামেননি তিনি। তার কনকাশন বদলি হিসেবে নামানো হয় বোলার হর্ষিত রানাকে। এই বদলি নিয়েই উঠেছে প্রশ্ন। ইংল্যান্ডের পক্ষ থেকে বলা হয় কনকাশন বদলের নিয়ম অনুযায়ী এটা মোটেও লাইক ফর লাইক বদলি ছিল না। আর এই হর্ষিতই বল হাতে পরে ম্যাচটা ভারতের পক্ষে নিতে ভূমিকা রাখেন। কনকাশন বদলিটা যে যথাযথ মনে হয়নি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন ধারাভাষ্য কক্ষে থাকা কেভিন পিটারসেন ও নিক নাইটও। পরে ভারতের ১৫ রানের জয়ের পর ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারও একই সুরে গলা মিলিয়ে বলেছেন ‘এটা কোনওভাবেই লাইক ফর লাইক রিপ্লেসমেন্ট নয়। আমরা এর সঙ্গে মোটেও একমত নই।’ বদলি নিয়ে তিনি বলেছেন, ‘হয় শিবম দুবের গতি ঘণ্টা প্রতি ২৫ মাইল বেড়ে গেছে, না হলে হর্ষিতের ব্যাটিংয়ের অনেক উন্নতি হয়েছে। অবশ্য এটা ম্যাচের অংশ, আমাদের ম্যাচটা জেতা উচিত ছিল। তবে বদলির এই সিদ্ধান্তকে আমরা সমর্থন করি না।’ বদলি নিয়ে বাটলার জানান, এই বিষয়ে তাদের সঙ্গে কোনও যোগাযোগ করা হয়নি, ‘আমাদের সঙ্গে এই ব্যাপারটাতে কোনও আলোচনা হয়নি। ব্যাট করতে আসার সময় ভাবছিলাম, হর্ষিত কার বদলে এলো? তারা জানালো কনকাশন বদলি। যার সঙ্গে আমি মোটও সহমত নই। ওরা জানায়, ম্যাচ রেফারি এই সিদ্ধান্ত নিয়েছে। অথচ আমরা এই বিষয়ে কোনও মত দেইনি। তবে আমরা রেফারি জাভাগাল শ্রীনাথকে এই বিষয়ে পরিষ্কার হতে জানতে চাইবো।’ SHARES খেলাধুলা বিষয়: ইংনিংসেরকনকাশনবিতর্ক