ক্লাব ক্যারিয়ারে রোনালদোর ৭০০তম জয় প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২৫ বয়স ৪০ হতে চলেছে ক্রিস্টিয়ানো রোনালদোর। জন্মদিনের ঠিক দুই দিন আগে সেটা উদযাপনের উপলক্ষও পেয়ে গেছেন! আল নাসরের হয়ে জোড়া গোল করে ক্লাব ক্যারিয়ারের ৭০০তম জয় তুলে নিয়েছেন তিনি। তার দল আল ওয়াসলকে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগে হারিয়েছে ৪-০ গোলে। পেনাল্টি থেকে ৪৪তম মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। তার পর ৭৮ মিনিটে ওপেন প্লে থেকে করেন দ্বিতীয়টি। তাতে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে আল নাসর। ক্লাব ক্যারিয়ারে ৭০০তম জয় হলেও আল নাসরের হয়ে এটি পর্তুগিজ তারকার ৬৬তম জয়। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন ২০০২ সালের আগস্টে। তার পর থেকে জয়ের পাহাড় গড়েছেন। স্পোর্তিংয়ের হয়ে তিনি জিতেছেন ১৩ ম্যাচ। তার পর তো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন ২০০৩ সালে। সেখানে ইংলিশ জায়ান্টদের হয়ে দুই মেয়াদে জিতেছেন ২১৪টি ম্যাচ। ৩৪৬ ম্যাচে গোল করেছেন ১৪৫টি। রোনালদোকে দুই হাত ভরে দিয়েছে মূলত রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ জায়ান্টদের হয়ে ৩১৫টি ম্যাচ জিতেছেন তিনি। ট্রফি জিতেছেন ১৫টি। যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগ ৪টি। ২০২১ সালের আগস্টে ম্যানচেস্টার ইউনাইটেডে ফেরার আগে তিন মৌসুমে খেলেছেন ইতালির জুভেন্টাসে। সেখানে গোল করেছেন ৯২টি। রোনালদোর চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি অবশ্য এক্ষেত্রে বেশ পিছিয়ে। ক্লাব ক্যারিয়ারে তার জয় ৬১৩টি। যার মধ্যে বার্সার হয়েই আছে ৫৪২টি! গোলের ক্ষেত্রেও ছুটে চলেছেন রোনালদো। ৩০ জানুয়ারি পর্যন্ত তার গোল ছিল ৯২১টি। সর্বশেষ ম্যাচের জোড়ায় এখন সেটা ৯২৩। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের মালিক রোনালদোর গোল সংখ্যা ১৩৫। SHARES খেলাধুলা বিষয়: উপলক্ষওজয়েরদ্বিতীয়টি