সেমি থেকে বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর আশায় আর্সেনাল

প্রকাশিত: ১১:১০ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২৫

লিগ কাপের সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। সেমিফাইনালের দ্বিতীয় লেগে তাদের ২-০ ব্যবধানে হারিয়ে ৪-০ গোলের অগ্রগামিতায় ফাইনাল নিশ্চিত করেছে নিউক্যাসল ইউনাইটেড। ছিটকে যাওয়ার পর এখন ঘুরে দাঁড়ানোর আশায় আর্সেনাল কোচ মিকেল আর্তেতা।

সেন্ট জেমস পার্কে দুটি গোল করেছেন জ্যাকব মারফি ও অ্যান্থনি গর্ডন। ১৬ মার্চের ফাইনালে নিউক্যাসলের প্রতিপক্ষ লিভারপুল। তাতে ৫৬ বছরে প্রথম ট্রফি জয়ের হাতছানি নিউক্যাসলের সামনে। অপর দিকে অনেক প্রত্যাশা থাকলেও আর্সেনালকে হজম করতে হচ্ছে হারের যন্ত্রণা। পরর্বতী ম্যাচের আগে নিজেদের সতেজ করে নিতে দলটি সময় পাচ্ছে ১০ দিনের মতো। নিজেদের গুছিয়ে নিতে বৃহস্পতিবার উড়ে যাবে দুবাই। আর্তেতা তার আগে বলেছেন, ‘আমাদের এই কষ্টটা হজম করতে হবে। অবশ্যই ব্যাপারটা কঠিন। আমাদের অনেক প্রত্যাশা ছিল। লন্ডন থেকে যে ফল নিয়ে এসেছি, তাতে পরবর্তী কাজের প্রতিবন্ধকতা সম্পর্কে আমরা অবগত ছিলাম। কিন্তু শেষ পর্যন্ত যা হয়েছে, তাতে এখন আমাদের কিছুই করার নেই।’

এখন আর্তেতা সামনের দিকে তাকিয়ে, ‘আমাদের সামনের দিকে তাকাতে হবে। অবশ্যই এটা যন্ত্রণাদায়ক। দুবাইয়ে থাকা অবস্থায় নিজেদের সতেজ করতে হবে। তার পর আমাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে হবে। কারণ খেলা আরও বাকি।’