পাওয়েল-রাজার ব্যাটে দুবাইয়ের প্রথম শিরোপা প্রকাশিত: ১:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ দ্বিতীয় জীবন পেয়ে সেটার পুরো ফায়দা তুলে নিয়েছেন রোভম্যান পাওয়েল। তার বিস্ফোরক ফিফটি আর সিকান্দার রাজার ঝড়ো ফিনিশিংয়ে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির প্রথম শিরোপা ঘরে তুলেছে দুবাই ক্যাপিটালস। রোমাঞ্চকর ফাইনালে তারা ডেজার্ট ভাইপার্সকে ৪ উইকেটে হারিয়েছে। টস হেরে ব্যাট করে ৫ উইকেটে ১৮৯ রান তুলেছে ডেজার্ট ভাইপার্স। অবশ্য আরও কমে তাদের আটকে দেওয়ার সুযোগ ছিল। জবাবে ৫ ওভারে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় দুবাই। ৪৬ রানে ৪ উইকেট হওয়ারও সম্ভাবনা ছিল। কিন্তু আজম খানের ভুলের সুযোগ নিয়ে পাওয়েলের ব্যাটে দুবাই জয়ের মঞ্চ গড়েছে। ৩৮ বলে ৬৩ রান করেছেন পাওয়েল। রান তাড়ায় ওপেনার শাই হোপ ৩৯ বলে ৪৩ এবং শেষ দিকে সিকান্দার রাজার ১২ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংসও ভূমিকা রেখেছে। তাতে ৬ উইকেট হারানো দুবাইয়ের জয় নিশ্চিত হয়েছে ১৯.২ ওভারে। রাজার ইনিংসে ছিল ৫টি চার ও ১টি ছয়। পাওয়েলের ইনিংসে ছিল ৭টি চার ও ৩টি ছয়ের মার। পাওয়েল ম্যাচসেরা হলেও ফিনিশিংয়ের কাজটা করেছেন সিকান্দার রাজা। ১৮ বলে প্রয়োজন ছিল ৩৭ রান। তখন ১৮তম ওভারে ক্রিজে রাজা-পাওয়েল। দুজনেই বাউন্ডারি মেরে স্কোরটাকে আরও কাছে নেওয়ার চেষ্টা করেন। ঠিক এই ওভারের শেষ বলেই ৬৩ রানে ক্যাচ তুলে বিদায় নেন পাওয়েল। তার পর শুরু হয় রাজার ঝড়। ১৯তম ওভারে তিনটি চার মারেন তিনি। তার ব্যাটিংয়ে শেষ ওভারে ৬ বলে সমীকরণ দাঁড়ায় ৯ রানের। শেষ ওভারের পর প্রথম দুই বলে একটি ছয় আর চার মেরে দলকে জয়ের বন্দরে নিয়ে যান তিনি। ডেজার্টের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন ডেভিড পেইন ও মোহাম্মদ আমির। এর আগে টস হেরে ব্যাট করতে নামা ডেজার্ট ৩৪ রানে হারায় দুই উইকেট। ইনিংসের মূল চালিকা শক্তি ছিল ম্যাক্স হোল্ডেনের ৫১ বলে ৭৬ রান ও স্যাম কারানের ৩৩ বলে ৬২ রানের অপরাজিত ইনিংস। হোল্ডেনের ইনিংসে ছিল ১২টি চার। কারানের ইনিংসে ৫টি চার ও ৩টি ছক্কা। তাছাড়া শেষ দিকে আজম খানের ১৩ বলে ২৭ রানের ক্যামিও ইনিংসেও ভূমিকা রাখে। দুবাইয়ের হয়ে ৪৪ রানে সর্বোচ্চ দুটি উইকেট নেন ওবেড ম্যাককয়। SHARES ক্রিকেট বিষয়: দেওয়ারফিনিশিংয়েবিস্ফোরক