চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছেন বেথেল

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন ইংল্যান্ডের বামহাতি ব্যাটার জ্যাকব বেথেল। দুর্ভাগ্য হ্যামস্ট্রিং ইনজুরিতে আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। একই কারণে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও বেথেল খেলতে পারেননি।

হেরে যাওয়া উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে ৫১ রানের ইনিংস উপহার দিয়েছেন ২১ বছর বয়সী বেথেল। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হবে ১৯ ফেব্রুয়ারি। এর আগে ইংল্যান্ডের অধিনায়ক জশ বাটলার ভারতের কাছে দ্বিতীয় ওয়ানডেতে ৪ উইকেটে পরাজয়ের পর বেথেলকে নিয়ে বলেছেন, ‘সত্যি কথা হচ্ছে বেথেল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে।’

বেথেলের চোট নিয়ে আক্ষেপ করে বাটলার বলেছেন, ‘ওর জন্য ব্যাপারটা খুবই হতাশাজনক। সেদিন ভালোই খেলেছে। তাছাড়া দলের দুর্দান্ত খেলোয়াড়দের মধ্যে সে কিন্তু অন্যতম।’

বেথেলের চোট নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনও বক্তব্য দেয়নি ইসিবি। তবে রবিবার তার বিকল্প হিসেবে ব্যাটার টম ব্যান্টনকে ডেকেছে টিম ম্যানেজমেন্ট। উইকেটকিপার ব্যাটার ব্যান্টন ভারতে পৌঁছাবেন সোমবার। বুধবার আহমেদাবাদে শেষ ওয়ানডের জন্য দলে যোগ দেবেন তিনি।

এখন পর্যন্ত ব্যাটন্টন ৬টি ওয়ানডে খেলেছেন। সর্বোচ্চ স্কোর ৫৮ এবং গড় ২৬.৮০।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের প্রথম ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিক্ষ ওয়ানডে বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের আগে স্কোয়াড চূড়ান্ত করার শেষ সময় ১২ ফেব্রুয়ারি।