ভারত ম্যাচের প্রাথমিক দলে হামজা-ফাহামেদুল

প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে ভারত ম্যাচ সামনে রেখে প্রাথমিক দল ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা। ৩৮ সদস্যের দলে আছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাটেডে খেলা হামজা চৌধুরী। এই প্রবাসী ফুটবলারের থাকাটা অবশ্য অনুমিতই ছিল। তবে কাবরেরার স্কোয়াডে চমক ইতালি প্রবাসী মিডফিল্ডার ফাহামেদুল ইসলাম। ইতালির চতুর্থ স্তরের দল ওলবিয়া সেলসিওর হয়ে খেলেন এই ১৮ বছর বয়সী। ফেনীতে জন্ম তার। তবে বাবা-মার সঙ্গে খুব ছোট বয়সেই পাড়ি দিয়েছেন ইতালিতে, ফুটবল চর্চা তার সেখানেই।

হামজা ও ফাহামেদুলের বাংলাদেশ জাতীয় দলের ক্যাম্পে ডাক পাওয়ার ঘটনা এটিই প্রথম। এই দুজন ছাড়াও স্থানীয় ফুটবলারদের মধ্যে মোহামেডান গোলরক্ষক সাকিব আল হাসান, ডিফেন্ডার জাহিদ হাসান শান্ত ও ফরোয়ার্ড আরিফ হোসেন এবং পুলিশ এফসির ফরোয়ার্ড আল আমিন প্রথমবারের মতো জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। চুক্তি জটিলতায় লিগের প্রথম পর্বে খেলতে না পারা জামাল ভূঁইয়াকেও স্কোয়াডে রেখেছেন কাবরেরা। নিয়মিত মুখদের মধ্যে চোটের কারণে নেই ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ।

আগামী ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি খেলবে বাংলাদেশ। এ মাসের শেষ দিকে ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। কন্ডিশনিং ক্যাম্পের জন্য আগামী মাসের শুরুতে দল নিয়ে সৌদি আরবে যাবেন কাবরেরা। সেখান থেকে ঢাকায় ফিরবে দল, ২০ মার্চ যাবে শিলংয়ে।

প্রথমিক দলে ডাক পেলেন যারা
গোলরক্ষক: মিতুল মারমা, সুজন হোসাইন, আনিসুর রহমান, মেহেদী হাসান শ্রাবণ, সাকিব আল হাসান।
ডিফেন্ডার: মুরাদ হাসান, মেহেদী হাসান, শাকিল আহাদ তপু, রহমত মিয়া, শাকিল হোসাইন, ঈসা ফয়সাল, তাজ উদ্দিন, তারিক কাজী, তপু বর্মণ, সাদ উদ্দিন, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, জাহিদ হাসান।
মিডফিল্ডার: মোহাম্মদ হৃদয়, পাপন সিং, সৈয়দ শাহ কাজিম, সোহেল রানা, চন্দন রয়, মাহবুবুর রহমান জনি, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, হামজা চৌধুরী।
ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, রাব্বি হোসেন, রফিকুল ইসলাম, শাহারিয়ার ইমন, মোহাম্মদ ইব্রাহিম, আরিফ হোসেন, আল আমিন, পিয়াশ আহমেদ নোভা, ফাহমেদুল ইসলাম।