ভাঙছে সাইফ-কারিনার সংসার? প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২৫ জানুয়ারি মাসে সাইফ আলি খানের উপর আততায়ীর হামলার ঘটনা এখনও আলোচনায় রয়েছে। প্রায় একমাস কেটে গেলেও সেই ঘটনা নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি! ‘ছোটে নবাবে’র উপর হামলার ভয়াবহ ঘটনায় যখন পতৌদি পরিবার উদ্বিগ্ন, ঠিক সেই সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) বেবোর ইনস্টাগ্রাম স্টোরি দেখে শোরগোল পড়ে গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিয়ে-ডিভোর্স নিয়ে কী এমন ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন কারিনা যা নিয়ে এত হইচই শুরু হয়েছে?কারিনা লিখেছেন, ‘বিয়ে, বিবাহবিচ্ছেদ, উদ্বেগ, সন্তানের জন্ম, প্রিয়জনের মৃত্যু কিংবা প্যারেন্টিং, এই বিষয়গুলোর প্রকৃত অর্থ তুমি তখনই বুঝতে পারবে, যখন এগুলো তোমার জীবনে বাস্তবে ঘটবে। বাস্তবজীবনে প্রচলিত থিওরি কিংবা অনুমান দিয়ে কোনও কাজ হয় না। যতক্ষণ না জীবন তোমাকে কঠোর পরিস্থিতিতে ফেলে বিনীত থাকার পাঠ দেয়, তার আগ পর্যন্ত তুমি মনে করো তুমিই সবথেকে বেশি স্মার্ট।’এই পোস্ট মুহুর্তেই ভাইরাল হলেও একাংশের অনুমান বেবো এমনিই এমন দার্শনিক পোস্ট করেছেন। তবে কারিনা এই পোস্টের আর কোনও ব্যাখ্যা দেননি। উল্লেখ্য, একদিকে তিনি কাপুর পরিবারের কন্যা। অন্যদিকে নবাব পরিবারের বেগম। সাইফ আলি খানের স্ত্রী হিসেবে ভোপালের রাজপরিবারের শেষ বেগম তিনি! SHARES বিনোদন বিষয়: আততায়ীরআলোচনায়সাইফ