মার্চে বাংলাদেশে টেস্ট খেলবে জিম্বাবুয়ে! প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৫ চলতি মাসে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে। বৈশ্বিক এই টুর্নামেন্ট শেষ করে বাংলাদেশের নতুন বছরের ক্রিকেট মৌসুম শুরু হবে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী মার্চে আসবে আফ্রিকান দেশ। পূর্বনির্ধারিত এই সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা থাকলেও বাংলাদেশ দল খেলবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ হবে সিলেট ও চট্টগ্রামে। যদিও আনুষ্ঠানিকভাবে কোনও কিছুই এখনও ঠিক হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ড সূচি নির্ধারণে কাজ করে যাচ্ছে। চলতি মাসের শেষ দিকেই তা প্রকাশ করা হবে। দুই দল সর্বশেষ টেস্ট খেলেছিল ২০২০ সালে। সর্বশেষ লড়াইয়ে ইনিংস ও ১০৬ রানের বড় ব্যধানে জিতেছিল বাংলাদেশ। SHARES ক্রিকেট বিষয়: চ্যাম্পিয়ন্সট্রফিতে