ব্যাংকে ভর করে বাড়লো সূচক

প্রকাশিত: ১০:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশিসংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমলেও বেড়েছে মূল্যসূচক। সেইসঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। মূলত বেশিরভাগ ব্যাংকের শেয়ার দাম বাড়ার কারণে মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম কমার তালিকায় বেশি প্রতিষ্ঠান থাকলেও অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দাম বাড়ার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। ফলে এ বাজারটিতেও বেড়েছে মূল্যসূচক। একই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে শেষ ১০ কার্যদিবসের মধ্যে ৮ কার্যদিবসে শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিললো।

এর আগে গত সপ্তাহে লেনদেন হওয়া পাঁচ কার্যদিবসেই শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিলে। তবে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস সূচকের পতন হয়। পরের দুই কার্যদিবস সোমবার ও মঙ্গলবার আবার সূচক বাড়ে। দুই কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার আবার সূচকের পতন হয়।

এমন পরিস্থিতিতে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতেই সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় লেনদেনের একপর্যায়ে ডিএসইর প্রধান সূচক ২২ পয়েন্ট বেড়ে যায়।