ইউক্রেইন যুদ্ধ বন্ধে ‘পুতিন-ট্রাম্প শীর্ষ বৈঠকের প্রস্তাব চীনের’ প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ তিন বছর ধরে চলা ইউক্রেইন যুদ্ধের অবসানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের মধ্যে একটি শীর্ষ বৈঠক আয়োজনের প্রস্তাব দিয়েছে চীন। বিষয়টি সম্বন্ধে অবগত একাধিক ব্যক্তির বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল। বেইজিং ও ওয়াশিংটনের সূত্র উদ্ধৃত করে তাদের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীনা কর্মকর্তারা মধ্যস্থতাকারীর মাধ্যমে রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক ও সম্ভাব্য যুদ্ধবিরতির পর শান্তিপ্রচেষ্টায় সহযোগিতা করার প্রস্তাব ট্রাম্পের টিমকে দিয়েছেন। এ প্রতিবেদন নিয়ে বৃহস্পতিবার নিয়মিত সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ‘এই প্রসঙ্গে দেওয়ার মতো কোনো তথ্য নেই’ মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে ট্রাম্প বলেছেন, বুধবার তার সঙ্গে পৃথক ফোনালাপে পুতিন ও ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি উভয়েই শান্তি প্রতিষ্ঠায় আগ্রহ ব্যক্ত করেছেন। ইউক্রেইন যুদ্ধ বন্ধে আলোচনা শুরু করতে যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের নির্দেশও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও ট্রাম্প একে অপরের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন। রুশ প্রেসিডেন্ট ট্রাম্পকে মস্কো সফরেও আমন্ত্রণ জানিয়েছেন। পরে ট্রাম্প বলেছেন, পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে শিগগিরই এবং ‘সম্ভবত’ তা সৌদি আরবে হবে। “আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ জোরদার হচ্ছে দেখে চীন সন্তুষ্ট। রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়েই প্রভাবশালী গুরুত্বপূর্ণ দেশ,” বলেছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন। সংলাপ ও আলোচনাই সংকট সমাধানের একমাত্র কার্যকর উপায় বলে চীন বিশ্বাস করে মন্তব্য করে জিয়াকুন বলেন, বেইজিং সবসময় শান্তি ও সংলাপকে এগিয়ে নেওয়ার ওপর জোর দিয়ে আসছে। “চীন সংকটের শান্তিপূর্ণ সমাধানে সহায়ক সকল প্রচেষ্টাকে সমর্থন করে, এজন্য চীন সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে যোগাযোগ বজায় রাখবে ও রাজনৈতিক সমাধান এগিয়ে নিতে গঠনমূলক ভূমিকা পালন করবে,” বলেছেন তিনি। ইউক্রেইনের পশ্চিমা মিত্ররা বারবারই চীনকে রাশিয়ার সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধ বন্ধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়ে আসছিল। প্রত্যুত্তরে বেইজিং বলছে, তারা এই সংকটে কোনো পক্ষ নয়, তবে শুরু থেকেই নিজেদের অবস্থান থেকে শান্তি আলোচনাকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা চালিয়ে আসছে। গত বছর ব্রাজিলের সঙ্গ এক যৌথ শান্তি পরিকল্পনায় চীন ‘যথোপযুক্ত সময়ে’ একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আয়োজনের প্রস্তাব দিয়েছিল। ইউক্রেইনের প্রায় এক-পঞ্চমাংশ ভূমি নিজেদের কব্জায় রাখা রাশিয়ার দাবি, কিইভ তার হারানো ভূমি ও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন সামরিক জোট নেটোতে যোগদানের আশা ত্যাগ না করলে কোনো শান্তি চুক্তি হবে না। অন্যদিকে ইউক্রেইন চাইছে, রাশিয়া যেন তাদের দখল করা ভূমি ফিরিয়ে দেয়। মস্কোর ভবিষ্যৎ যে কোনো আক্রমণ প্রতিহতে নেটোতে যোগ বা এর কাছাকাছি যে কোনো ধরনের নিরাপত্তা নিশ্চয়তাও আশা করছে তারা। SHARES আন্তর্জাতিক বিষয়: চীনাট্রাম্পেরডনাল্ড