চুমুকাণ্ডে ক্রীড়া আদালতেও হেরেছেন রুবিয়ালেস, ফিফার নিষেধাজ্ঞা বহাল প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫ নারীদের ফুটবল বিশ্বকাপ ফাইনালে চুমুকাণ্ডে স্পেনের সর্বোচ্চ আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন স্প্যানিশ ফুটবলের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস। একই অপরাধে ফিফা ৩ বছরের নিষেধাজ্ঞা দিয়েছিল তাকে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদালত তথা সিএএসে আপিল করলেও কোনও লাভ হয়নি তার। রুবিয়ালেসের আপিল খারিজ হয়ে গেছে। ফলে ফিফার শাস্তি বহাল থাকছে। ২০২৩ মেয়েদের বিশ্বকাপ ফাইনালের পুরস্কার বিতরণী মঞ্চে বিশ্ব জয়ী স্পেনের মিডফিল্ডার জেনিফার হেরমোসাকে চুমু দিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েন দেশটির তখনকার ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। তার পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে ওঠে স্পেন। শেষ পর্যন্ত একই বছর অক্টোবরে তাকে তিন বছরের জন্য সব ধরনের জাতীয় ও আন্তর্জাতিক ফুটবল কার্যক্রমে নিষিদ্ধ করে ফিফা। গত বছরের জানুয়ারিতে তার আপিলও খারিজ করে আপিল কমিটি। তার পরেও ৪৭ বছর বয়সী রুবিয়ালেসের সামনে একটা বিকল্প ছিল এই সিদ্ধান্তের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে আপিল করার। কিন্তু সিএএস-এর একটি প্যানেল সিদ্ধান্ত জানায় যে, পুরস্কার বিতরণী মঞ্চে রুবিয়ালেসের আচরণ ফিফার শৃঙ্খলাবিধির একাধিক ও গুরুতর লঙ্ঘন। তারা আরও জানিয়েছে, এই শাস্তিকে কোনওভাবে অপ্রাসঙ্গিক কিংবা অতিরিক্ত হিসেবে দেখার কোনও কারণ নেই। বৃহস্পতিবার স্পেনের হাইকোর্টও রুবিয়ালেসকে সম্মতিহীন চুমুর জন্য যৌন নিপীড়নের দায়ে দোষী সাব্যস্ত করেছে। তাকে জরিমানা করেছে ১০ হাজার ডলারের বেশি। SHARES খেলাধুলা বিষয়: স্প্যানিশহেরমোসাকে