ফতুল্লায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে স্যানিটারি মিস্ত্রির মৃত্যু

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

নারায়ণগঞ্জের ফতুল্লার আদর্শ নগরে নির্মাণাধীন ভবনের ৮ তলা থেকে পড়ে আক্তার মোল্লা (৩০) নামে এক স্যানিটারি মিস্ত্রির মৃত্যু হয়েছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

আখতার মোল্লা বরিশালের মেহেন্দিগঞ্জ থানার উলানিয়া গ্রামের আনিস মোল্লার ছেলে। বর্তমানে ফতুল্লার আদর্শ নগর এলাকায় ভাড়া থাকতেন।

নিহতের ভাই জামাল মোল্লা জানান, আমার ভাই স্যানিটারি মিস্ত্রির কাজ করতো। আজ দুপুরের দিকে ফতুল্লার আদর্শ নগর এলাকার একটি নির্মাণাধীন ৮ তলা ভবনে পানির পাইপের কাজ করছিল সে। এসময় ভবনের বাইরের পাশে মাচাং খুলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে গুরুতর আহত হয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।