বিদ্যুৎ জ্বালানিতে ‘আওয়ামী বোঝা’ ভোগাচ্ছে এখনও

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি নিয়ে কার্যকর উদ্যোগ ও সাশ্রয়ী পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের প্রত্যাশা ছিল সংশ্লিষ্টদের। কিন্তু এ সরকারের ক্ষমতা গ্রহণের ছয় মাসেও কাটেনি এই খাতের সংকট।

উল্টো বিগত সরকারের রেখে যাওয়া বকেয়ার ভার ও ক্যাপাসিটি চার্জে বেড়ে চলেছে আর্থিক বোঝা। এ খাতে বর্তমানে বকেয়ার পরিমাণ ৭০ হাজার কোটি টাকা।

বিপুল বকেয়া!গ্যাস ও বিদ্যুৎ খাতে এখন বকেয়ার পরিমাণ ৭০ হাজার কোটি টাকা। এর মধ্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বকেয়া ৪৩ হাজার কোটি টাকা। এছাড়া গ্যাসে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) বকেয়া ২৭ হাজার কোটি টাকা।

বিপুল এই বকেয়ার কারণ হিসেবে এ খাতে বিগত আওয়ামী লীগ সরকারের দুর্নীতি, বড় প্রকল্প, অপরিকল্পিত বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকে দায়ী করা হয়।

পিডিবির তথ্যমতে, অসম সব চুক্তির ফলে বিগত সরকারের আমলে কেবল ক্যাপাসিটি চার্জের পরিমাণ ছিল ১ লাখ ৩৩ হাজার কোটি টাকা। চলতি বছরও অন্তর্বর্তী সরকারের কাঁধে বিপুল ক্যাপাসিটি চার্জ পূরণের ভার রয়েছে।