শতাধিক দুস্থ পরিবার পেল ইফতারসামগ্রী প্রকাশিত: ৩:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ আসন্ন রমজান মাস উপলক্ষে ইংল্যান্ডের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নোয়াখালীর চাটখিলের শতাধিক অসহায় পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে এসব উপহার তুলে দেওয়া হয়। জানা যায়, ইংল্যান্ডের এসএন্ডসি সাচি গ্রুপের পক্ষ থেকে ইফতারসামগ্রী হিসেবে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, লবণ, চিনি, ছোলা ও খেঁজুরসহ বিভিন্ন আইটেম চাটখিলের শতাধিক অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়। উপহার পেয়ে অসহায় মানুষের মুখে হাসি ফুটেছে। বিবি খাদিজা নামের এক বৃদ্ধা বলেন, রমজান চলে আসছে, কিন্তু এখনও বাজার করতে পারি নাই। এতগুলো খাদ্যসামগ্রী পেয়ে খুব খুশি লাগছে। আমাদেরকে এই উপহার দেওয়ার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আল্লাহ সবাইকে ভালো রাখুক। এসএন্ডসি সাচি গ্রুপের নোয়াখালীর ম্যানেজার মো. নাজিম উদ্দিন বলেন, ইংল্যান্ডের পক্ষ থেকে চাটখিলের অসহায় হতদরিদ্র শতাধিক পরিবারের মাঝে আজ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে ইংল্যান্ড ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর হবে। আগামীতেও যেন এমন আয়োজন থাকে আমরা চেষ্টা করবো। এসময় পরকোট দশঘরিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ সুইটি অনন্যা ও মো. তারেক প্রমুখ উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: অসহায়চাটখিলেরশতাধিক