আবাহনী-প্রাইম ব্যাংক ম্যাচ দিয়ে ঢাকা লিগের উদ্বোধন প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ আগামী ৩ মার্চ শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। ঢাকা লিগকে সামনে রেখে মিরপুরের ক্রিকেটারদের প্রস্তুতি চলছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কয়েক দফায় অনুশীলন চালিয়ে যাচ্ছে ক্লাবগুলোর ক্রিকেটাররা। ৩ মার্চ উদ্বোধনী দিনে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। ১ মার্চ হবে ট্রফি উন্মোচন। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন (সিসিডিএম) সূত্রে জানা গেছে, এবারের আসরে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২৮ ম্যাচ হবে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম ছাড়াও এবার ম্যাচ অন্য দুটি ভেন্যু বিকেএসপি-৩ ও বিকেএসপি-৪ এ হবে। রিজার্ভ ভেন্যু হিসেবে থাকছে পুবেরগাঁও ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (পিকেএসপি) ও বসুন্ধরা ক্রিকেট মাঠ। এবারের ঢাকা লিগ সরাসরি সম্প্রচার করা হবে। লিগের স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিসিবির দুর্নীতি দমন ইউনিট বেশ কিছু নতুন নির্দেশনা দিয়েছে। বিশেষ করে ক্রিকেটারদের ড্রেসিংরুমে অতিরিক্ত ব্যক্তির যাওয়া সীমিত রাখার ব্যবস্থা নেওয়া হবে। SHARES খেলাধুলা বিষয়: ক্রিকেটডিভিশনমিরপুর