সানজিদা বললেন, ‘গো অন বাংলাদেশ’

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৫

আরব আমিরাতের বিপক্ষে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশ। অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৮ সিনিয়র ফুটবলার খেলেননি। তাদের ছাড়া নতুনদের নিয়ে ফিফা প্রীতি ম্যাচে পিটার বাটলালের শিষ্যরা ম্যাচ জিততে পারেননি। বর্তমান দলটির অধিনায়ক আফঈদা খন্দকার যেমন পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোর পণ করছেন। পাশাপাশি দলের বাইরে থেকে সাফজয়ী তারকা সানজিদা আক্তারও দিচ্ছেন ভরসা।

আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সানজিদা লিখেছেন, ‘যে কোনও প্রীতি ম্যাচ হচ্ছে পরবর্তী টুর্নামেন্টে ভালো করার প্রস্তুতি। প্রিয় অনুজেরা, হারজিতকে বড় করে না দেখে খেলায় ফোকাস করো। দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগকে শেখার বড় জায়গা হিসেবে দেখো, উপভোগ করো। প্রতিটি সময় থেকে শেখার চেষ্ঠা করো। ম্যাচের ফলাফল এখানে মুখ্য নয়। আমার সমর্থন তোমাদের প্রতি রইলো। শুভ কামনা। গো অন বাংলাদেশ।’

আফঈদা বলেন, ‘তারা কীভাবে খেলে সেটা আমরা আগে জানতাম না। তারা আসলে হাইপ্রেস করে না, আমরা যখন তাদের অর্ধে খেলি তখন প্রেস করে। তাই কিছুটা ধারণা পেয়েছি কীভাবে খেলতে হবে। তাদের সঙ্গে আমাদের দূরত্ব কতটুকু সেটা আমরা বুঝতে পারছি। এখন সেভাবে অনুশীলন করবো, যাতে করে আমরা আরও ভালো করতে পারি।’

২ মার্চ আরব আমিরাতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।