ফিলিস্তিনিদের নিয়ে তৈরি সিনেমা জিতল অস্কার প্রকাশিত: ১২:২৭ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২৫ অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারী নিয়ে তৈরি সিনেমা জিতে নিয়েছে চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। ফিলিস্তিনি আর ইসরায়েলি চিত্র নির্মাতাদের তৈরি ‘নো আদার ল্যান্ড’ সেরা ডকুমেন্টারি ক্যাটেগরিতে অস্কার লাভ করে। পুরস্কার হাতে নিয়ে গাজায় হত্যাযজ্ঞ বন্ধের আহ্বান জানিয়েছেন পরিচালক।মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, এই সিনেমাটি যুক্তরাষ্ট্রে কোন পরিবেশক পায়নি, যে কারণে পরিচালকরা নিজেরাই ‘নো আদার ল্যান্ড’ পরিবেশন করার সিদ্ধান্ত নেন। সেরা ডকুমেন্টারি ক্যাটেগরিতে মনোনীত অন্যসব ফিল্মের চেয়ে তারাই সবচেয়ে বেশি আয়ও করেছেন। এই পুরস্কারটি নিতে মঞ্চে ওঠে ইসরায়েলি চলচ্চিত্র নির্মাতা ইউভাল এব্রাহাম। পুরস্কার হাতে তিনি বলেন, ‘একটা ভিন্ন পথ আছে, একটা রাজনৈতিক সমাধান, জাতিগত আধিপত্য ছাড়া, আমাদের দুই জনগণের সমান জাতীয় অধিকার।’ তখন তার পাশেই ছিলেন সহ-পরিচালক বাসেল আদরা যিনি একজন ফিলিস্তিনি। এব্রাহাম বলেন, ‘এবং আমাকে বলতেই হবে, যেহেতু আমি এখানে এসেছি, এই দেশের পররাষ্ট্র নীতি এই পথ বন্ধ রাখতে সহায়তা করছে। কেন? আপনি কি বুঝতে পারছেন না যে আমাদের জীবন একে অপরের সাথে জড়িত, আমাদের জনগণ সত্যিকার অর্থে নিরাপদ হতে পারবে না, যতদিন না বাসেল-এর জনগণ সত্যি নিরাপদ হচ্ছে?’ SHARES বিনোদন বিষয়: আয়ওভিন্নযুক্তরাষ্ট্রেসবচেয়ে