প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমাধ্যমিকের পাঠ বন্ধ হচ্ছে

প্রকাশিত: ২:২৩ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২৫

সর্বশেষ জাতীয় শিক্ষানীতি মেনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হওয়া নিম্নমাধ্যমিক পর্যায়ের শ্রেণিগুলো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

পরীক্ষামূলকভাবে যে ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির চালু ছিল, সেগুলোর ওই তিন শ্রেণি আগামী বছর থেকে বন্ধ করে দেওয়া হবে।

ওই স্কুলগুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে আগামী ২০২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তির না করার নির্দেশ দিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান বৃহস্পতিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা প্রাথমিক শিক্ষায় মনোযোগ দিতে চাচ্ছি, তাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষাই চালু থাকবে।

“যে প্রাইমারি স্কুলগুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু ছিল, সেগুলোর ওই তিন শ্রেণির পাঠদান বন্ধ করা ও নতুন শিক্ষার্থী ভর্তি না করার বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে সিদ্ধান্তে নীতিগত অনুমোদন দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা। তাই ওই স্কুলগুলোর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে আগামী শিক্ষাবর্ষে নতুন করে শিক্ষার্থী ভর্তি না করতে বলা হয়েছে।”

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণি চালু আছে। গত ১২ মার্চ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ওই স্কুলগুলোর নিম্নমাধ্যমিক পর্যায়ে নতুন করে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিয়ে আদেশ জারি করেছে। ওই শ্রেণিগুলোতে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার ব্যবস্থা নিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরকে বলেছে মন্ত্রণালয়।