ডিগ্রি অর্জন করলেও চাহিদা পূরণ করতে পারছে না কারিগরি শিক্ষার্থীরা প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫ প্রতি বছর হাজার হাজার শিক্ষার্থী কারিগরি থেকে পড়ালেখা শেষে ডিগ্রি অর্জন করলেও বাজারের চাহিদা পূরণ করতে পারছেন না। কারণ চাহিদার সঙ্গে তাদের স্কিল ডেভেলপমেন্টের (দক্ষতা উন্নয়ন) তেমন কোনো সম্পর্কই নেই। মঙ্গলবার (২৯ এপ্রিল) বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থার গবেষকরা এসব কথা জানান। বাংলাদেশ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা বর্তমান পরিস্থিতি ও সংস্কার চিন্তা’ নিয়ে রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। SHARES জাতীয় বিষয়: চাহিদাবাজারের