কান উৎসবে ফ্রেমবন্দী নির্মাতা ক্রিস্টেন স্টুয়ার্ট! প্রকাশিত: ১:২১ অপরাহ্ণ, মে ১৭, ২০২৫ ‘টোয়াইলাইট’খ্যাত অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট আলো ছড়ালেন এবারের কান উৎসবে। যার কিছুটা আলো ফ্রেমবন্দী করেছে বাংলা ট্রিবিউন। উৎসবের (১৬ মে) চতুর্থ দিন আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন জনপ্রিয় এই হলিউড অভিনেত্রী। এদিন উৎসবের ফটোকল শেষে ফেরার পথে বাংলা ট্রিবিউন-এর ক্যামেরায় ধরা পড়েন আত্মবিশ্বাসী ও স্টাইলিশ এক ক্রিস্টেন স্টুয়ার্টকে।পরনে ছিল একটি হালকা গোলাপি রঙের ক্লাসিক চ্যানেল-স্টাইলের টুইড টু-পিস সেট, যার উপরে হালকা জরির ঝিলিক যুক্ত ছিল। সোনালী চুল ছিলো খোঁপায় বাঁধা, স্বচ্ছ কাপড়ের সাদা স্কার্ট তার লুকটিকে করে তুলেছিল আরও আত্মবিশ্বাসী, দৃষ্টিনন্দন ও অনন্য। তার গলায় থাকা নেকলেস ও হালকা রঙের সানগ্লাস পুরো সাজকে এনে দিয়েছিল এক সম্ভ্রান্ত ছোঁয়া।এসময় ক্রিস্টেনের আত্মবিশ্বাসী হাঁটা এবং ক্যামেরার দিকে তাকিয়ে মাঝে মাঝে হালকা হাসি ছুঁড়ে দেয়া, প্রমাণ করে যে তিনি ঠিক জানেন কীভাবে উৎসবের আলো নিজের দিকে নিয়ে আসতে হয়, ছড়িয়ে দিতে হয় আনন্দ।তারচেয়েও বড় খবর, হলিউডের ২০ বছরের অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথম তিনি দাঁড়ালেন ক্যামেরার পেছনে। অর্থাৎ ক্রিস্টিনের এবারের কান-সফর নির্মাতা হিসেবে! তাও আবার প্রথম সিনেমা নিয়ে তার এই সূচনা।৩৫ বছর বয়সী এই অভিনেত্রী লিডিয়া ইউকনাভিচের ২০১১ সালের স্মৃতিকথা ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ অবলম্বনে একটি চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক করেছেন নিজেকে। ১৬ মে কান চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রিমিয়ার হয়েছে। মিলেছে মুহুর্মুহু করতালি। অনুমান করা যাচ্ছে, অভিনয়ের মতো নির্মাণেও দারুণ সাড়া ফেলবেন ‘টোয়াইলাইট’গার্ল।অভিনেত্রী থেকে পরিচালক হিসেবে অভিষিক্ত হওয়া ক্রিস্টেন স্টুয়ার্টের হলিউডে ২০ বছরেরও বেশি সময় ধরে বিশাল ও বৈচিত্র্যময় ক্যারিয়ার রচিত হয়েছে। তিনি ‘প্যানিক রুম’র মতো ছবিতে এবং ‘দ্য টোয়াইলাইট’ ফ্র্যাঞ্চাইজিতে বেলা সোয়ান চরিত্রে অভিনয় করে গোটা বিশ্বকে মুগ্ধ করেন। ২০১৯ সালের ‘চার্লিস অ্যাঞ্জেলস’-এর মতো বড় ব্লকবাস্টার ছবিতে অভিনয়ের পর থেকে এবং ‘ক্লাউডস অব সিলস মারিয়া’ এবং ‘ক্রাইমস অব দ্য ফিউচার’-এর মাধ্যমে ইন্ডিফিল্ম জগতে ঝড় তুলেছিলেন। এবারের কান উৎসবে পা ফেলে ক্রিস্টেন স্টুয়ার্ট কথা বলেছেন ট্রাম্প প্রশাসন কীভাবে চলচ্চিত্র শিল্পকে বদলে দিচ্ছে, পরিচালক হওয়ার স্বপ্ন কখন শুরু হয়েছিল, পরিচালকের চেয়ারে প্রথমবারের মতো ‘দ্য ক্রোনোলজি অব ওয়াটার’ পরিচালনা করতে কেন চেয়েছিলেন এবং ভুল করা ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’-এমন বিশ্বাস সম্পর্কে কথা বলেছেন মনখুলে। বলা দরকার, ফ্রান্সের কানসৈকতে ৭৮তম কান চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ১৩ মে, শেষ হবে ২৪ মে। ছবি: প্রতিবেদক SHARES বিনোদন বিষয়: উৎসবেরগোলাপিফ্রেমবন্দী