গ্রেড ৬ থেকে শিক্ষার্থীরা আইএসডির আইবি স্কলারশিপে আবেদন করতে পারবেন

প্রকাশিত: ৬:৫২ অপরাহ্ণ, মে ২২, ২০২৫

১১ থেকে ১৬ বছর বয়সী এমওয়াইপি (মিডল ইয়ার্স প্রোগ্রাম) শিক্ষার্থীদের জন্য শিক্ষাবৃত্তি চালু করেছে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। আগে এ বৃত্তি সুবিধা শুধুমাত্র ডিপি (ডিপ্লোমা প্রোগ্রাম) শিক্ষার্থীদের (গ্রেড ১১ ও ১২) জন্য সীমাবদ্ধ ছিল। তবে, আগামী আগস্ট থেকে শুরু হওয়া অ্যাকাডেমিক বর্ষের গ্রেড ৬ থেকে গ্রেড ১১ এর সকল শিক্ষার্থী এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।

মেধাবী শিক্ষার্থীদের সম্ভাবনা বাস্তবায়নে ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আইএসডি আরও বেশি সংখ্যক শিক্ষার্থীদের জন্য বিশ্ব মানসম্পন্ন শিক্ষার সুযোগ সম্প্রসারণে এ উদ্যোগ গ্রহণ করেছে। এর ফলে, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আইবি (ইন্টারন্যাশনাল ব্যাকালরিয়েট) কারিকুলামে শিক্ষাগ্রহণ কার্যক্রম সম্পন্ন করার সুযোগ পাবেন। এর ফলে, পরবর্তীতে, ডিপ্লোমা প্রোগ্রাম সহ তাদের ভবিষ্যৎ উচ্চশিক্ষা গ্রহণের যাত্রা হবে আরও স্বাচ্ছন্দ্যদায়ক।

এ বৃত্তি কর্মসূচিতে আবেদনে আগ্রহী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক সম্ভাবনা প্রদর্শনের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মানসিকতা এবং নেতৃত্বের গুণাবলী থাকতে হবে। বৃত্তিপ্রাপ্তরা কোন ফি ছাড়াই আইএসডি -তে ভর্তির সুযোগ পাবেন এবং অ্যাকাডেমিক সাফল্যের ভিত্তিতে স্কুলের ফি-তে ৫০ শতাংশ থেকে ৯০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। বিশেষ ক্ষেত্রে শতভাগ ফি মওকুফ করা হবে।

এ বৃত্তি সুবিধা নিয়ে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকার ডিরেক্টর স্টিভ ক্যাল্যান্ড-স্কোবল বলেন, ‘যেসব শিক্ষার্থীর আগ্রহ ও সম্ভাবনা রয়েছে তাদের সকলেরই বিশ্ব মানসম্পন্ন শিক্ষা অর্জনের সুযোগ থাকা উচিত। আমরা গ্রেড ৬ থেকে বৃত্তি সুবিধা চালু করতে পেরে গর্বিত। এর ফলে, এখন আমরা শিক্ষার্থীদের বিকাশের প্রাথমিক পর্যায় থেকেই তাদের পরিচর্যার সুযোগ পাব। বর্তমানের শিক্ষার্থীরাই আগামী নেতৃত্বদায়ক অবস্থানে যাবে, তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আমরা মেধাবী শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে চাই। এর মাধ্যমে আমরা বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের পথে ভূমিকা রেখে চলেছি।’

এ বৃত্তি পেতে আবেদনের জন্য শিক্ষার্থীদের আইএসডি স্কলারশিপ আবেদনপত্র পূরণের পাশাপাশি আইএসডি ক্যাম্পাসে ইনফরনেশন সেশন ও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে হবে। নির্ধারিত মানদণ্ড পূরণ সাপেক্ষে নির্বাচিত শিক্ষার্থীরা সিলেকশন কমিটির সাথে ইন্টারভিউয়ের জন্য মনোনীত হবে। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য এখন আবেদন গ্রহণ শুরু চলছে। প্রোগ্রামটি সম্পর্কে আরও জানতে এবং আবেদন করতে ভিজিট করুন: http://www.isdbd.org/scholarship।