পর্দা নামছে কানের, কার ভাগ্যে স্বর্ণপাম প্রকাশিত: ১১:০৩ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫ খ্যাতিমান নির্মাতাদের নতুন চলচ্চিত্রের ওয়ার্ল্ড প্রিমিয়ার, লালগালিচার জৌলুস, মার্শে দ্যু ফিল্মে চলচ্চিত্র প্রকল্প বেচাকেনাসহ হরেক রকম আয়োজনে মোড়ানো ৭৮তম কান চলচ্চিত্র উৎসবের পর্দা নামছে। ফ্রান্সের দক্ষিণে মনোরম উপকূলীয় শহরে ১২ দিনের এই আয়োজনের সমাপনী হতে আর কয়েক ঘণ্টা বাকি। শনিবার (২৪ মে) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১০টা ৪০ মিনিট) উৎসবের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এবারের আসরের। প্রতিবারের মতো মূল প্রতিযোগিতা ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে থাকছে একটি করে স্বর্ণপাম। আদনান আল রাজীব পরিচালিত ‘আলী’র ভাগ্যে স্বল্পদৈর্ঘ্যের স্বর্ণপাম আছে কিনা সেদিকে কৌতূহলী বাংলাদেশি দর্শকরা। অবশ্য কানের ইতিহাসে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে বাংলাদেশের প্রথম ছবি হিসেবে ইতোমধ্যে ইতিহাস গড়েছে ‘আলী’। পালে দে ফেস্টিভ্যাল ভবনের দুবুসি থিয়েটারে শুক্রবার (২৩ মে) স্থানীয় সকাল ১১টায় ও বাজিন থিয়েটারে দুপুর ১টায় প্রদর্শিত হয়েছে ৭৮তম কান উৎসবে নির্বাচিত ১১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ‘আলী’র প্রদর্শনীতে আদনান আল রাজীবের সঙ্গে ছিলেন ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করা নোয়াখালীর ছেলে আল আমিন, প্রযোজক তানভীর হোসেন, নির্বাহী প্রযোজক মো. হাবিবুর রহমান, চিত্রগ্রাহক কামরুল হাসান খসরু, শিল্প নির্দেশক শিহাব নুরুন নবী, কস্টিউম ডিজাইনার আনিকা জাহিন, লাইন প্রোডিউসার নিকিতা আহমেদ ও প্রধান সহকারী পরিচালক মিরাজ হোসেন। এবারের আসরে জমা পড়েছে ৪ হাজার ৭৮১টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এর মধ্য থেকে প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে ১১টি ছবি। বাংলাদেশের ‘আলী’ সেগুলোরই একটি। আদনান আল রাজীব পরিচালিত ১৫ মিনিট দৈর্ঘ্যের ছবিটির গল্প এক কিশোরকে কেন্দ্র করে। বাংলাদেশের উপকূলীয় একটি শহরে বসবাস করে সে, যেখানে নারীদের গান গাওয়ার অনুমতি নেই। আলী শহরে পাড়ি জমানোর সুযোগ পেতে গানের একটি প্রতিযোগিতায় নাম লেখায়। চমকপ্রদ ব্যাপার হলো, সে নারীকণ্ঠেও গাইতে পারে! স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নির্বাচিত ফিলিপাইনের আরভিন বেলারমিনো ও কাইলা ড্যানেল রোমেরো পরিচালিত ‘আগাপিতো’ ছবির সহ-প্রযোজক হিসেবে কাজ করেছেন আদনান আল রাজীব। সেদিক দিয়ে একই আসরে ‘আলী’সহ তার দুটি ছবি প্রতিযোগিতায় রয়েছে। কানের ইতিহাসে বাংলাদেশের আর কোনো নির্মাতার এমন অর্জন নেই! স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে নির্বাচিত তালিকায় আরো আছে চীনের জাওগুয়াং লো ও শুহান লিয়ো পরিচালিত ‘লিলি’, যুক্তরাষ্ট্রের গ্যাব্রিয়েল অ্যাব্রান্টেস পরিচালিত ‘আর্গুমেন্টস ইন ফেভার অব লাভ’, ইসরায়েলের তৌফিক বারহোম পরিচালিত ‘আই অ্যাম গ্ল্যাড ইউ আর ডেড নাউ’, ফ্রান্সের সন্ড্রা দেমাজিয়ের পরিচালিত ‘ফিল দো ল্যু’, মার্টিন ফ্রসাঁ পরিচালিত ‘হাইপারসেনসিটিভ’, গ্রেগোয়ার গ্রাসলাঁ পরিচালিত ‘ড্যামেন’, হাঙ্গেরির বালিন্ট কেনিয়েরেশ পরিচালিত ‘দ্য স্পেকট্যাকল’, পর্তুগালের ইনেস নুনিস পরিচালিত ‘দ্য লোনলিনেস অব লিজার্ডস’ ও দক্ষিণ আফ্রিকার ডিয়ান ভাইস পরিচালিত ‘ভালচার্স’। স্বর্ণপাম জয়ী ছবির নাম ঘোষণা করবেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও লা সিনেফ বিভাগের প্রধান বিচারক জার্মান পরিচালক মারেন আদে। তার নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করেছেন আমেরিকান পরিচালক রেইনাল্ডো মার্কাস গ্রিন, ফরাসি গায়িকা-অভিনেত্রী ক্যামেলিয়া জর্ডানা, স্প্যানিশ প্রযোজক হোসে মারিয়া প্রাদো গার্সিয়া, ক্রোয়েশিয়ান পরিচালক নেবয়শা স্লিয়েপসেভিচ। স্বর্ণপাম জয়ের হাতছানি কানে এখন পর্যন্ত ৯ জন পরিচালক দু’বার করে স্বর্ণপাম জিতেছেন। তাদের মধ্যে বেলজিয়ামের দারদেন ভ্রাতৃদ্বয় জ্যঁ-পিয়ের ও লুক দারদেনের নতুন ছবি “দ্য ইয়াং মাদার’স হোম” আছে এবারের মূল প্রতিযোগিতায়। তবে সমালোচকদের ফেভারিটের তালিকায় শীর্ষে ডেনিশ-নরওয়েজিয়ান পরিচালক ইওয়াকিম ত্রিয়ারের ‘সেন্টিমেন্টাল ভ্যালু’। গত ২১ মে গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে এর ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে আমন্ত্রিত অতিথি, দর্শক ও সাংবাদিকরা টানা ১৯ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। এবারের আসরে এটি সর্বোচ্চ অভিবাদন পাওয়ার রেকর্ড। ছবিটিতে অভিনয় করেছেন রেনোট রাইন্সবে, এল ফ্যানিং, আলেকজান্ডার স্কার্সগার্ডসহ অনেকে। স্বর্ণপামের জন্য সমালোচকদের ফেভারিটের তালিকায় আরও আছে ব্রাজিলের ক্লেবার মেনদোঙ্কা ফিলো পরিচালিত ‘দ্য সিক্রেট এজেন্ট’, ইরানের জাফর পানাহির ‘ইট ওয়াজ জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট’, যুক্তরাষ্ট্রের রিচার্ড লিঙ্কলেটার পরিচালিত ‘নিউ ওয়েভ’, জার্মানির মাশা শিলিনস্কি পরিচালিত ‘সাউন্ড অব ফলিং’। এবারের আসরে স্বর্ণপামের জন্য লড়ছে ২২টি ছবি। এরমধ্যে ৭টি চলচ্চিত্র পরিচালনা করেছেন নারীরা। তারা কেউ এবার স্বর্ণপাম জিততে পারেন কিনা সেদিকে নজর আছে অনেকের। কান উৎসবের ইতিহাসে তিন জন নারী স্বর্ণপাম জিতেছেন। তারা হলেন নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন, ফ্রান্সের জুলিয়া দুকুরনো ও জাস্টিন ত্রিয়ে। মূল প্রতিযোগিতা বিভাগের স্বর্ণপাম জয়ী ছবির নাম ঘোষণা করবেন প্রধান বিচারক ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ। টানা দ্বিতীয়বারের মতো মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন একজন নারী। ১৯৬৫ সালে কানে ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী অলিভিয়া ডি হাভিল্যান্ডের পর ১৯৬৬ সালে উৎসবটিতে বিচারকদের প্রধান ছিলেন ইতালিয়ান অভিনেত্রী সোফিয়া লরেন। ৬০ বছর পর ফের এর পুনরাবৃত্তি ঘটলো। মূল প্রতিযোগিতা বিভাগে জুলিয়েট বিনোশের নেতৃত্বে বিচারক হিসেবে কাজ করছেন ভারতীয় পরিচালক পায়েল কাপাডিয়া, অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী হ্যালি বেরি, অভিনেতা জেরেমি স্ট্রং, ইতালিয়ান অভিনেত্রী আলবা ররওয়াকার, ফরাসি-মরোক্কান লেখক লেইলা স্লিমানি, কঙ্গোর পরিচালক দিয়ুদো আমাদি, কোরিয়ান পরিচালক হং স্যাং সু, মেক্সিকা পরিচালক কার্লোস রেগাদাস। SHARES বিনোদন বিষয়: চলচ্চিত্রবেচাকেনাসহ