পিএসএল শিরোপা জিতে কত টাকা পেল রিশাদদের লাহোর

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

জমজমাট ফাইনাল দিয়ে পর্দা নামলো পিএসএলের। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটির দশম আসরের ফাইনালে কোয়েটা গ্ল্যাডিয়েটর্সকে ৬ উইকেটে হারিয়ে তৃতীয় শিরোপা জিতেছে লাহোর কালান্দার্স। ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ফাইনালে খেলেছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। এ ছাড়া স্কোয়াডে ছিলেন আরও দুই বাংলাদেশি সাকিব আল হাসান এবং মেহেদী হাসান মিরাজও।

এই ফাইনাল দিয়ে পিএসএলের সবচেয়ে সফল দল হয়ে উঠেছে লাহোর কালান্দার্স। ২০২২ এবং ২০২৩ সালের পিএসএল জিতেছিল লাহোর। মাঝে ২০২৪ সালে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে পারেনি। ২০২৫ সালে এসে ফের পিএসএল চ্যাম্পিয়ন হলো শাহিন আফ্রিদির দল।