ইংল্যান্ড থেকে লাহোরে রাজার অবিশ্বাস্য যাত্রা, প্রস্তুত রাখা হয় সাকিবকে

প্রকাশিত: ১:০৫ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

শনিবার বিকেলে ট্রেন্ট ব্রিজে শোয়েব বশিরের বলে আউট হয়ে সাজঘরে ফিরেছিলেন সিকান্দার রাজা। এর খানিকটা পর অলআউট হয়ে যায় দলও। একমাত্র টেস্টে মাত্র তৃতীয় দিনেই ইনিংস ব্যবধানে হেরে যায় সফরকারী জিম্বাবুয়ে। সতীর্থরা যখন হতাশার সাগরে, অবিশ্বাস্য এক যাত্রা তখন কেবল শুরু সিকান্দার রাজার। ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে তাকে লাহোরে পৌঁছাতে হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফাইনাল খেলতে। ফাইনালের মতোই রাজার জার্নিটাও ছিল বেশ রোমাঞ্চকর। তবে রাজা বলেই কি না। তিনি শেষ পর্যন্ত এলেন খেললেন এবং জিতলেন। 

সপ্তাহ খানেক আগেই ইংল্যান্ড থেকে উড়ে এসে লাহোরের হয়ে খেলেছিলেন। দলকে নকআউটে উঠতে ভূমিকা রাখেন। ফাইনালটা তাকে বাদ দিয়েই ভাবনা চিন্তা ছিল লাহোর কালান্দার্স ম্যানেজমেন্টের। কারণ ফাইনালের দিনটি তো ইংল্যান্ড-জিম্বাবুয়ে টেস্টের চতুর্থ দিন! তবে টেস্টটা দ্রুত শেষ হয়ে যাওয়ায় নতুন অভিযান শুরু করেন রাজা।