সড়কে বৃষ্টির পানিতে দুর্ভোগ, অভিনেতাকে তলব পুলিশের

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, মে ২৬, ২০২৫

বর্ষার আগমন ঘটতেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে ভারতের মুম্বাই, পুণেসহ উপকূলবর্তী এলাকাগুলোতে। রবিবার রাত থেকে টানা বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাই। বাণিজ্য নগরীতে থমকে রয়েছে জনজীবন। ব্যাহত হচ্ছে বিমান ও ট্রেন পরিষেবাও। 

এমতাবস্থাতেই সোমবার মিঠি নদীর পলি নিষ্কাশন দুর্নীতিতে বলিউড অভিনেতা ডিনো মোরিয়াকে তলব করছে মুম্বাই পুলিশ। সংশ্লিষ্ট মামলায় ৬৫ কোটি টাকার আর্থিক জালিয়াতের অভিযোগ রয়েছে।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, মামলায় মূল অভিযুক্ত কেতন মেহেতার সঙ্গে ডিনো মোরিয়া এবং তার ভাই সান্তিনো মোরিয়ার একাধিকবার ফোনে কথা হয়েছে। কল লিস্ট সেই তথ্য প্রকাশ্যে আসতেই এবার অভিনেতাকে ডেকে পাঠিয়েছে মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ দমন শাখা।

প্রতিবেদনে আরও বলা হয়, সংশ্লিষ্ট মামলায় জাল নথি পেশসহ তহবিল তছরূপের অভিযোগ রয়েছে। মিঠি নদীর পলি নিষ্কাশনের জন্য প্রশাসনের পক্ষ থেকে যে টাকা দেওয়া হয়েছিল, সেটা খরচ করা হয়নি।

ভাড়া করা যন্ত্রপাতি বাবদ অতিরিক্ত ৩ কোটি টাকার বিল বানানোর অভিযোগও রয়েছে। এবার সংশ্লিষ্ট মামলার তদন্ত এগোতেই অভিনেতা ডিনো মোরিয়ার নাম উঠে এসেছে। এরপরই মুম্বাই পুলিশের পক্ষ থেকে তাকে তলব করা হয়।

প্রসঙ্গত, এই আর্থিক দুর্নীতির জন্য সরকারি তহবিলের যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেই হিসেব নিকেশ করতেই এবার আরও জোরদার তদন্ত শুরু হয়েছে। মে মাসের ৩ তারিখ সিট গঠন করেছে মুম্বাই পুলিশ। সেই প্রেক্ষিতেই ১৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতোমধ্যে। যে তালিকায় পাঁচ ঠিকাদারও রয়েছেন।