প্রকাশ্যে ‘তাণ্ডব’র গান, জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত!

প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, মে ২৯, ২০২৫

শাকিব খান অভিনীত আসন্ন ঈদ সিনেমা ‘তাণ্ডব’। এটি নির্মাণ করছেন রায়হান রাফী। যা ঘিরে ইতিমধ্যেই দর্শকমহলে বেশ আগ্রহ তৈরি হয়েছে। আর নির্মাতাও চমক হিসেবে প্রকাশ্যে আনছে সিনেমার পোস্টার বা টিজার। এবার সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিলেন শাকিব খান।

গতকাল বুধবার প্রকাশ হয়েছে ‘তাণ্ডব’র গান। মাত্র ১ মিনিট ৩৯ সেকেন্ডের এই গানের ভিডিওতে ঝড় তুলেছেন শাকিব। গানের পরতে পরতে অ্যাকশন আর ধ্বংসের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। যার পূর্বাভাস আগেই দিয়েছিলেন নির্মাতা রাফী।

গানটির মিউজিক করেছেন তানভির আহমেদ। কণ্ঠ ও সুর করেছেন শিফাত আবদুল্লাহ আবির।

চরকির অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে, মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৬ বছর পূর্তিতে এলো তাণ্ডবের টাইটেল সং! ধ্বংস, বিপর্যয়, আতঙ্ক- মিলে তাণ্ডব! জ্বলে উঠেছে ধ্বংসের লাল সংকেত! এই ঈদে আসছে তাণ্ডব, রক্তে আগুন ধরাবে তার প্রতিটা বিট!

মিউজিক ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তদের উচ্ছ্বাস-উত্তেজনাও ছিল চোখে পড়ার মতো। অনেকে বলছেন, গানটি দুর্দান্ত হয়েছে। আবার কারো মতে, গানেও তাণ্ডব চালালেন শাকিব। কেউ বলছেন, তাণ্ডবের গানও হিট, তাণ্ডবও হবে সুপারহিট।

গত বছর ‘তুফান’র সাফল্যের পর এবার ‘তাণ্ডব’র মধ্যদিয়ে শাকিব খানকে নিয়ে ফিরছেন নির্মাতা রায়হান রাফী। সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, সিয়াম আহমেদ, এজাজুল ইসলাম, এফ এস নাঈম, রোজী সিদ্দিকীসহ আরও অনেকে।