অলিম্পিক চ্যাম্পিয়নকে হারিয়ে সেমিফাইনালে সাবালেঙ্কা

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, জুন ৩, ২০২৫

শীর্ষ র‌্যাঙ্কিংধারী আরিনা সাবালেঙ্কা সরাসরি সেটে ঝেং কিনওয়েনকে হারিয়ে মঙ্গলবার দ্বিতীয়বার ফ্রেঞ্চ ওপেন সেমিফাইনালে উঠলেন।

রোলাঁ গারোঁতে প্রথম শিরোপার খোঁজে থাকা সাবালেঙ্কার শুরুটা হয়েছিল নড়বড়ে। প্রথম সেটে টাইব্রেকারে জিতে যান, পরের সেটে দাপট দেখান। অলিম্পিক চ্যাম্পিয়নের বিপক্ষে ৭-৬ (৩), ৬-৩ গেমে জিতেছেন তিনি। ঝেংয়ের বিপক্ষে জয়-পরাজয়ের ব্যবধান ৭-১ এ বাড়ালেন সাবালেঙ্কা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইগা সিয়াটেক কিংবা এলিনা সভিতোলিনার বিপক্ষে জিতলে ষষ্ঠ গ্র্যান্ড স্লাম ও প্রথম রোলাঁ গারোঁর ফাইনালে উঠবেন শীর্ষ র‌্যাঙ্কিংধারী তারকা।

গত মাসে রোমে এই ঝেংয়ের কাছে হেরে যান সাবালেঙ্কা। প্রথম ছয়বারের দেখায় আধিপত্য বিস্তার করে জেতার পর ওই ম্যাচ হারকে ইতিবাচক হিসেবে মনে করছেন তিনি, ‘আমি সত্যিই খুশি ছিলাম যে ওই ম্যাচ হেরেছিলাম। কারণ রোলাঁ গারোঁর আগে আমার একটা বিরতি দরকার ছিল। আজ আমি আরও বেশি সতেজ, লড়তে প্রস্তুত ছিলাম। এই জয়ের জন্য আমি কোর্টের আমার সবটুকু উজার করে দিয়েছি।’

প্যারিসে এখন পর্যন্ত কোনও সেট হারেননি সাবালেঙ্কা। অন্যদিকে গত গ্রীষ্মের অলিম্পিক গেমসের পর রোলাঁ গারোঁতে টানা দশ ম্যাচের জয়যাত্রা থামলো ঝেংয়ের।