ঈদযাত্রা: উত্তরের পথে বেড়েছে যানবাহনের চাপ, নেই জট প্রকাশিত: ১০:৩১ পূর্বাহ্ণ, জুন ৪, ২০২৫ ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে অন্যান্য দিনের চেয়ে আজ যানবাহনের চাপ বেড়েছে। স্বাভাবিক সময়ের চেয়ে এখন দ্বিগুণ গাড়ি চলাচল করছে এ সড়কে। বুধবার (৪ জুন) সকালে মহাসড়কের নগরজলফৈ, রাবনা বাইপাস ও এলেঙ্গা বাসস্ট্যান্ডসহ কয়েকটি এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। জানা গেছে, আজ ভোরের দিকে যমুনা সেতু সংযোগ সড়কে একাধিক সড়ক দুর্ঘটনা ও গাড়ি বিকল হয়। ফলে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে গাড়ির চাপ থাকলেও জট নেই। এদিকে, গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের পাশাপাশি ঘরমুখো মানুষ জীবনের ঝুঁকি নিয়ে খোলা ট্রাক ও পিকআপভ্যানে করেও গন্তব্যে যাচ্ছেন। যমুনা সেতুর পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, ‘মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট নেই। তবে ভোরের দিকে কিছুটা জট ছিল। মহাসড়কে পর্যাপ্তসংখ্যক পুলিশ দায়িত্ব পালন করছে।’ SHARES জাতীয় বিষয়: বাসস্ট্যান্ডসহযানজটের