রাজ-ফারিণের বাজিমাত, মোশাররফও দুর্দান্ত

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, জুন ৫, ২০২৫

সদ্যই আইটেম গানে বাজিমাৎ করেছেন সাবিলা নূর, এবার তাসনিয়া ফারিণ দেখালেন তার কারিশমা। সেইসাথে শরিফুল রাজও কম যান না, তিনি নিজেকে যেন নতুন করে চেনালেন দর্শকদের।

৪ জুন প্রকাশ হয়েছে পরিচালক সঞ্জয় সমাদ্দারের ঈদের সিনেমা ‘ইনসাফ’-এর আইটেম গান। যেখানে শরিফুল রাজের সঙ্গে জুটি বেঁধেছেন তাসনিয়া ফারিণ। ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ শিরোনামের গানটিতে সবার নজর তাসনিয়া ফারিণের দিকে।

পুরনো নস্টালজিক গানটি এক ভিন্ন আবহ সৃষ্টি করেছে। গানটির এই রিমেক ভার্সন তৈরি করেছেন খ্যাতিমান সংগীত পরিচালক শওকত আলী ইমন। নতুন সংস্করণে্র এই গানে কণ্ঠ দিয়েছেন মিলা। গানের  কথা নতুন করে লিখেছেন সুদীপ কুমার দীপ। র‍্যাপ অংশের কাজ করেছেন ব্ল্যাক জ্যাং। তাদের সম্মিলিত প্রয়াসে গানটি আধুনিক রূপ পেয়েছে।

আইটেম সংটি বেশ প্রশংসা পেয়েছে। ফারিণ নিজের সামর্থের পুরটা দিয়েছেন এই গানে। অন্যদিকে রাজের উপস্থিতি আরও বেশি উদ্দীপক করে তুলেছে গানটিকে।

তবে যে ব্যাপারটি দেখা যাচ্ছে, অনেকেই এখন সাবিলা নূরের ‘লিচুর বাগানে’ গানটির সঙ্গে তুলনা করছেন ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটির। এমনকি সাবিলার পারফরমেন্সের সঙ্গে তুলনা করছেন ফারিণের।

এই যেমন, ‘আকাশেতে লক্ষ তারা ২.০’-এর গানটির নিচে একজন মন্তব্য করেছেন ‘সাবিলার চেয়ে ফারিণ এগিয়ে গেল।‘ একজন মন্তব্য করেছেন, ‘ফারিন বরাবরই গুনবতী অভিনেত্রী। ️ শুভ কামনা! ঈদের এই গানটিই সেরা হয়েছে।‘

অন্য আরেকজন মন্তব্য করেছেন, ‘আরেহ চমৎকার তো! রাজ-ফারিণ, দু’জনের পারফরমেন্সই জোস।’ আরেকজন সেখানে মন্তব্য করেছেন, ‘ফারিণ এত ভালো করেছেন! আগে কেন তিনি আসেননি সিনেমায়!’ আরেকজন একধাপ বাড়িয়ে লিখেছেন, ‘লিচুর বাগানের থেকে হাজার গুণ ভালো হইছে এই গানটি।‘ অন্য একজন লিখেছেন, ‘ও মাই গড! তাসনিয়া ফারিণ তো পুরোই ফাটিয়ে দিয়েছে।’এছাড়াও, ‘আকাশেতে লক্ষ তারা ২.০’ গানটিতে মোশাররফ করিমের উপস্থিতি দর্শকদের আলোড়িত করেছে। তার প্রশংসাতেও পঞ্চমুখ সবাই।

উল্লেখ্য, ‘ইনসাফ’ সিনেমায় অভিনয় করেছেন মোশাররফ করিম, শরিফুল রাজ, তাসনিয়া ফারিণ। সিনেমাটির প্রযোজনায় রয়েছে তিতাস কথাচিত্র এবং টিওটি ফিল্মস।

বলা ভালো, টিভি নাটকে প্রশংসা কুড়িয়ে সঞ্জয় সমদ্দারের সিনেমায় অভিষেক হয় টলিউডে, নায়ক-প্রযোজক জিতের হাত ধরে। ‘মানুষ’ নামের সিনেমাটি ভালোই নাম কামিয়েছে। তবে দেশের জন্য ‘ইনসাফ’ই প্রথম সিনেমা এই নির্মাতার।

এটাও বলা ভালো, ‘ইনসাফ’ এবারের ঈদে আলোচিত ও বহুল প্রত্যাশিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম।