অ্যাতলেতিকোকে উড়িয়ে দিল পিএসজি প্রকাশিত: ১০:০৭ পূর্বাহ্ণ, জুন ১৬, ২০২৫ চ্যাম্পিয়নস লিগ জয়ের পর উড়ছে ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। প্রথমবারের মতো ক্লাব বিশ্বকাপে খেলতে গিয়েই ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে টুর্নামেন্টটিতে আরেক নবাগত ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদ। ক্যালিফোর্নিয়ার রোজ বোলে পিএসজির সামনে দাঁড়াতেই পারেনি অ্যাতলেতিকো। পুরো ম্যাচে প্রায় ৭৫ শতাংশ সময়ই বলে পজেশন ধরে রাখে পিএসজি। আর গোলের জন্য ১৬টি শট নিয়ে ১১টিই লক্ষ্যে রাখে তারা। বিপরীত দিকে মাত্র পাঁচটি শট দিয়ে একটি লক্ষ্যে রাখতে পারে অ্যাতলেতিকো। ম্যাচের ১৯তম মিনিটেই খাভিচা কাভারাৎসখেলিয়ার ব্যাকপাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল আদায় করেন ফ্যাবিয়ান রুইস। প্রথমার্ধের শেষদিকে ব্যবধান দ্বিগুণ করে পিএসজি। সেই কাভারাৎসখেলিয়ার পাসেই ডি বক্স থেকে গোল আদায় করেন পর্তুগিজ মিডফিল্ডার ভিতিনিয়া। দ্বিতীয়ার্ধের ১২তম মিনিটে পিএসজির জালে বল জড়ায় অ্যাতলেতিকোও। জাল খুঁজে পেয়েছিলেন হুলিয়ান আলভারেস। তবে কোকে পিএসজির দিজিরে দুয়েকে ফাউল করায় ভিআরের সাহায্যে গোল বাতিল করেন রেফারি। উল্টো ৭৮ মিনিটের সময় দলটির ডিফেন্ডার ক্লেমোঁ লংলে দ্বিতীয় হলুদ কার্ড দেখায় ম্যাচ থেকেই ছিটকে যায় অ্যাতলেতিকো। শেষদিকে আরও দুই গোল আদায় করে পিএসজি। প্রতিপক্ষের ভুলে ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে নিচু শটে গোল আদায় করেন ১৯ বছর বয়সী ফরাসি মিডফিল্ডার সেনি মায়ুলু। আর যোগা করা সময়ের শেষ মিনিটে সফল স্পট কিকে গোলের হালি পূর্ণ করেন দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার কাং-ইন। SHARES ফুটবল বিষয়: পজেশনপ্রথমবারেরবিশ্বকাপে