জমি থেকে লুট হওয়া ৬০ মণ ভুট্টা উদ্ধার করল সেনাবাহিনী প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, জুন ১৬, ২০২৫ নাটোরের নলডাঙ্গায় জমি থেকে ভুট্টা লুটের ঘটনায় দুইজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৬ জুন) দুপুরে উপজেলার মহিষমারি এলাকার একটি গোডাউন থেকে লুটকৃত প্রায় ৬০ মণ ভুট্টা উদ্ধার করা হয়। এ সময় মনির সরদার ও সেন্টু মন্ডল নামে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা পশ্চিম মাধনগর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করে নলডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, পূর্ব মাধনগরের বাসিন্দা আসমা বেগমের চাষ করা ভুট্টা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। বিষয়টি সেনাবাহিনী অবগত হয়ে অভিযান চালিয়ে মনির সরদার ও তার শ্যালক সেন্টুকে আটক করে থানার হস্তান্তর করে। সেই সঙ্গে ভুট্টাগুলো উদ্ধার করে আসমা বেগমকে বুঝিয়ে দেওয়া। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। SHARES জাতীয় বিষয়: বাসিন্দামামলার