২১ লাখ মৃত ভোটার চিহ্নিত, তাদের মধ্যে অনেকে ভোটও দিয়েছেন: সিইসি

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ভোটার তালিকা হালনাগাদের সময় ২১ লাখ মৃত ভোটার শনাক্ত করা হয়েছে। তিনি উল্লেখ করেন, এদের মধ্যে অনেকেই অতীতে ভোট দিয়েছেন।

সোমবার (৬ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন অন্য চার নির্বাচন কমিশনার ও ইসির শীর্ষ কর্মকর্তারা।

সিইসি বলেন, “আমরা চাই ভোট যেন আয়নার মতো স্বচ্ছ হয়। তাই মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। অতীতে অনেক মৃত ব্যক্তির নামে ভোট পড়ার নজির রয়েছে।”

তিনি আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বে থাকা প্রায় ১০ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারীর ভোটাধিকার নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রবাসী ও যেসব নাগরিক পূর্বে ভোট দিতে পারতেন না, তাদের জন্যও ভোটদানের সুযোগ সৃষ্টি করা হবে।

ইসির পক্ষ থেকে জানানো হয়, সোমবার সকালে ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং দুপুরে প্রিন্ট ও অনলাইন সাংবাদিকদের সঙ্গে দুই দফায় সংলাপ অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ৫০ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

আগামীকাল (৭ অক্টোবর) নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন। পরবর্তীতে মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সংলাপের পরিকল্পনাও রয়েছে। এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে সংলাপ শুরু হলেও প্রথম দিন সুশীল সমাজ ও শিক্ষাবিদদের অনেকেই উপস্থিত ছিলেন না।

সিইসি নাসির উদ্দিন আরও বলেন, সংলাপ থেকে পাওয়া মতামতগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে নির্বাচন কমিশন যথাসাধ্য বাস্তবায়নের চেষ্টা করবে।