প্রয়াত সাবেক রাষ্ট্রপতি বি. চৌধুরীর ৯৪তম জন্ম দিন আজ ! প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৫ আজ ১১ অক্টোবর, প্রয়াত সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ,এম বদরুদ্দোজা চৌধুরীর ৯৪তম জন্ম দিন। তিনি ২০২৪ সালের ৫ অক্টোবর ৯৩ বছর বয়সে পরলোক গমন করেন । বর্ণাঢ্য জীবনের অধিকারী দেশের খ্যাতিমান চিকিৎসক ও প্রবীণ রাজনীতিবিদ বি. চৌধুরী ১৯৩২ সালের ১১ অক্টোবর কুমিল্লা শহরে (প্রখ্যাত ‘মুন্সেফ বাড়ি) নানাবাড়িতে জন্ম গ্রহণ করেন। বি. চৌধুরী রোগ বিজ্ঞানে দেশের একজন শীর্ষস্থানীয় অধ্যাপক, বিশেষজ্ঞ চিকিৎসক এবং রোগ বিজ্ঞান বিষয়ে টিভি অনুষ্ঠানের রেকর্ডঅর্জনকারী উপস্থাপক। সফল পার্লামেন্টেরিয়ান বি. চৌধুরী জাতিসংঘে তিন বার বক্তৃতা দেন। তিনি স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত এবং বহু গ্রন্থের প্রণেতা। বিএনপি’র প্রতিষ্ঠাতা মহাসচিব সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ,এম বদরুদ্দোজা চৌধুরী ২০০১ সালের ১৪ নভেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং রাজনৈতিক কারণে ২০০২ সালের ২১ জুন রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন। বি. চৌধুরী ২০০৪ সালের ৮ মে বিকল্পধারা বাংলাদেশ নামে ভিন্নধারার একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করেন। বি. চৌধুরীর জন্মদিন উপলক্ষে আজ বিকাল ৪টায় রাজধানীর বারিধারার বাসভবন মায়া-বি’তে আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে বিকল্পধারার নির্বাহী প্রেসিডেন্ট মেজর (অব.) আবদুল মান্নান প্রধান অতিথি এবং বি. চৌধুরীর সহধর্মীনি হাসিনা ওয়ার্দা চৌধুরী সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। SHARES আইন আদালত বিষয়: রাষ্ট্রপতি বি. চৌধুরী