ঘুরতে এসে মা মেয়ে উভয়ই নিহত !

প্রকাশিত: ১২:২৯ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৫

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে মা-মেয়ে উভয়ই নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় বাসে থাকা অন্তত আরও ১০ যাত্রী আহত হয়েছেন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাগলা বাজারের ইনাতনগর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুর জেলার দোয়ালিয়া গ্রামের আব্দুল্লাহ আল মামুনের স্ত্রী মনজুরা আক্তার (৩৭) ও তার মেয়ে আয়েশা সিদ্দিকা (১০)। তবে তারা ঢাকায় বসবাস করতেন। প্রত্যক্ষদর্শীরা জানান, টাংগুয়ার হাওরে ঘুরার উদ্দেশ্যে ঢাকা থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের লি.-এর ১১ উচ্চপদস্থ কর্মকর্তা সপরিবারে দূরপাল্লার বাস সেঁজুতি ট্রাভেলসে করে হাওরের উদ্দেশ্যে রওনা দেন। এসময় বাসটি দুর্ঘটনাস্থলে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে উল্টে পড়া বাস চাপায় ঘটনাস্থলেই মনজুরা ও তার মেয়ে নিহত হন। খবর পেয়ে শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে নিহতদের উদ্ধার করে। একইসময়ে ঘটনাস্থলে পৌঁছায় শান্তিগঞ্জ থানা পুলিশ ও জয়কলস হাইওয়ে থানা পুলিশের একটি টিম।

জয়কলস হাইওয়ে থানার ওসি সুমন কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি এখনো উদ্ধার করা যায়নি। তবে বাসের নিচে চাপা পড়া নিহতদের ফায়ার সার্ভিস টিম উদ্ধার করেছে।