শিশু নূরীর মা হাফসার জামিন স্থগিতাদেশ তুলে নিতে আবেদন

প্রকাশিত: ১১:২৫ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০২৪

২৮ অক্টোবর মহা-সমাবেশকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের অভিযোগে নাশকতার মামলায় মানবন্ধনে কান্না করে আলোচনায় আসা শিশু নূরীর মা হাফসা আক্তারের জামিন স্থগিতাদেশ তুলে নিতে চেম্বার আদালতে আবেদন করা হয়েছে। তার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল এ আবেদন করেছেন।

রোববার (৩১ মার্চ) আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের ওপর শুনানি হবে।

অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ১০ মার্চ শিশু নূরীর মা হাফসা আক্তারের জামিন স্থগিত করেন চেম্বার আদালত। আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিমের আদালত এ আদেশ দেন।

আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।